X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘অঞ্জন রায়কে হুমকির পেছনে জামায়াত-শিবিরের সম্পর্ক নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০১৯, ২০:০৭আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২০:১২

রফিকুল ইসলাম খান সাংবাদিক অঞ্জন রায়কে হুমকি দেওয়ার সঙ্গে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কারও সম্পর্ক নেই বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম। রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় দলের প্রচার বিভাগ থেকে পাঠানো বিবৃতিতে তিনি এ দাবি করেন।
বিবৃতিতে মাওলানা রফিকুল ইসলাম বলেন, ‘দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে কাউকে হুমকি দেওয়ার নজির নেই। সংগঠন দুটি কাউকে হুমকি-ধমকি দেওয়ার অন্যায়, অনৈতিক ও অগণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে না।’
প্রসঙ্গত, গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভির কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর অঞ্জন রায় রমনা থাকায় জিডি করেন। সেখানে তিনি অভিযোগ করেন, ‘জামায়াত ও ছাত্রশিবিরের কর্মীসহ কিছু মানুষ আমাকে সোশ্যাল মিডিয়ায় ও সরাসরি হুমকি দিয়ে চলেছে। এই পরিস্থিতিতে আমি দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদ, জামায়াত নেতা ড. শফিকুর রহমান ও মকবুল আহমদ এবং ছাত্রশিবিরের সভাপতি মোবারক হোসেন ও সম্পাদক সিরাজুল ইসলামকে হুমকির কারণ মনে করছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আমার ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করছি।’
বিবৃতিতে বলা হয়, ‘জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কয়েকজন নেতাকে হুমকির কারণ মনে করে অঞ্জন রায়ের রমনা থানায় ডায়েরি করার খবর ১৪ ডিসেম্বর দু-একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে। এই খবর আদৌ সত্য কিনা তা আমরা জানি না।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘যদি এসব রিপোর্ট সত্য হয়ে থাকে তাহলে সে সম্পর্কে আমাদের বক্তব্য হলো ওই ডায়েরি হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’
বিবৃতিতে আরও বলা হয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ এবং দৈনিক সংগ্রামের সম্পাদককে অঞ্জন রায়ের হুমকির কারণ মনে করার কোনও যৌক্তিক কারণ নেই। এ দুটি সংগঠন সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক ধারার রাজনীতিতে বিশ্বাসী বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।

নিরাপত্তা চেয়ে সাংবাদিক অঞ্জন রায়ের জিডি

/এসটিএস/এইচআই/
সম্পর্কিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
আন্দোলনের প্রধান নায়ক তারেক রহমান: জামায়াত আমির
বগুড়ায় ‘ওলামায়ে মাশায়েখ পরিষদের’ ইফতার মাহফিল থেকে ৯ জন আটক
সর্বশেষ খবর
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা