X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আ. লীগের নতুন নেতৃত্বের কাছে নতুন নির্বাচনের দাবি বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৯, ২০:৪০আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২১:১৭

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতারা আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে গঠিত দলটির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা সব রাজনৈতিক দলকে সব সময় সহযোগিতা করার চেষ্টা করি ও স্বাগত জানাই। আওয়ামী লীগের নতুন নেতৃত্বকে স্বাগত জানাই। আশা করি দলটির নতুন নেতৃত্ব জনগণের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করবে।’ শনিবার (২১ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, ‘নতুন নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হবে নতুন নির্বাচন কমিশনের পরিচালনায়। আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে দেবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ পুরনো ঐতিহাসিক রাজনৈতিক দল। নিঃসন্দেহে দেশের স্বাধীনতা লাভে ও গণতন্ত্রের সংগ্রামে অতীত গৌরবময় ত্যাগ-ইতিহাস রয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই দলটির হাতে গণতন্ত্র বারবার নিহত হয়েছে। দলটি ১৯৭৫ সালে বাকশাল কায়েম করেছে। গত ১০-১২ বছর ধরে সুপরিকল্পিতভাবে একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে।’

খালেদ জিয়ার মুক্তির লক্ষ্যে আন্দোলন গড়ে তুলতে বিএনপির স্থায়ী কমিটিতে সিদ্ধান্ত হয়েছে বলে জানান মির্জা ফখরুল। তিনি আরও বলেন, ‘১৯ জানুয়ারি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘‘একাদশ সংসদ নির্বাচনের দিন ৩০ ডিসেম্বর রাজনৈতিকভাবে কলঙ্কময় দিন। এই দিনে যেহেতু গণতন্ত্র হত্যা করা হয়েছে, তাই এই দিনকে 'গণতন্ত্র হত্যা দিবস' হিসেবে পালন করার সিদ্ধান্ত হয়েছে। এজন্য ঐক্যফ্রন্ট, ২০ দলীয় জোট ও বিএনপি কর্মসূচি দেবে।’’

ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হোসেন আবেদের মৃত্যুতে দেশে-বিদেশে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বিরাট শূন্যতা সৃষ্টি হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘যা সহজে পূরণ হওয়ার নয়। একইসঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবির মুরাদের মৃত্যুতে শোক জানানো হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘ভারতের এনআরসি ইস্যুতে রবিবার (২২ ডিসেম্বর) বিকাল তিনটায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন বিএনপি। এছাড়া, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার জন্য গাম্বিয়া ও কানাডাকে ধন্যবাদ জানিয়ে চিঠি দেবে বিএনপি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।

/এএইচআর/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি