X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ভারতের এনআরসি উপমহাদেশকে অস্থিতিশীল করে তুলবে: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৯, ১৮:০২আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৩

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের নাগরিক পঞ্জি (এনআরসি) ও নাগরিক সংশোধনী আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। বিএনপি। দলটির মতে, এনআরসি কেবল সংখ্যালঘু মুসলমানদের টার্গেট করেই প্রণয়ন করা হয়েছে বলে সাধারণ মানুষ বিশ্বাস করে। এ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট অসন্তোষ কেবল ভারতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ধীরে ধীরে গোটা উপমহাদেশকে অস্থিতিশীল করে তুলবে। রবিবার (২২ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির এই অবস্থান তুলে ধরা হয়।

‘ভারতের লোকসভায় বাংলাদেশ, বিএনপি ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সরকার সম্পর্কে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য প্রত্যাহারের’ দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজনে করে বিএনপি।  

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘‘বিজেপি সভাপতি অমিত শাহ সম্প্রতি ভারতের পার্লামেন্টে বলেছেন, ‘বাংলাদেশে বিএনপি ক্ষমতায় থাকাবস্থায় সেখানে ব্যাপক হারে সংখ্যালঘু নির্যাতন হয়েছে। নির্যাতনের শিকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় ভারতে পালিয়ে এসেছে।’ তার এই বক্তব্য আমরা দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করছি।’’ তিনি আরও বলেন, ‘ভারতের বর্তমান সরকার সংকীর্ণ রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য বাংলাদেশের জনগণের পরিবর্তে নতজানু আওয়ামী লীগ-সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বেশি আগ্রহী।’

ভারতের নাগরিক সংশোধনী আইন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘ভারতের অমুসলিম সম্প্রদায়ের বিবেকবান মানুষও এই বৈষম্যমূলক আইনের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ করছে। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব নির্ধারণের এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী সমালোচিত ও নিন্দিত হচ্ছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রভাবশালী অনেক দেশ ও বিবেকবান জাতিগোষ্ঠী এমন বৈষম্যমূলক আইনের কারণে উৎকণ্ঠিত।’

মির্জা ফখরুল বলেন, ‘ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতাবিষয়ক আন্তর্জাতিক কমিশন (ইউএসসিআইআরএফ)  মার্কিন প্রশাসনকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যুক্তরাষ্ট্রে প্রবেশে  নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করার সুপারিশ করেছে।’ তিনি আরও বলেন, ‘ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তাদের পার্লামেন্টে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষে যুক্তি তুলে ধরতে গিয়ে অযাচিতভাবে বাংলাদেশের প্রসঙ্গ টেনে এনেছেন। তিনি ঢালাওভাবে পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশকে একই ‘বন্ধনীতে’ দাঁড় করিয়েছেন। ‘ইসলাম রাষ্ট্রধর্ম হওয়ার কারণেই বাংলাদেশে অন্য ধর্মের মানুষেরা নিপীড়িত হচ্ছে’ বলেও অমিত শাহ মন্তব্য করেছেন।’’ তিনি বলেন, ‘হিন্দুত্ববাদী ভারত প্রতিষ্ঠার রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে অমিত শাহ বাংলাদেশ ও বিএনপির কাঁধে বন্দুক রেখে মিথ্যাচারের মাধ্যমে সম্পূর্ণ শিষ্টাচার বহির্ভূতভাবে এ অঞ্চলের রাজনীতিকে একটি অসুস্থ পরিবেশের দিকে ঠেলে দিয়েছেন।’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি দৃঢ়ভাবে মনে করে, ‘ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও  পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার—উভয়ের বক্তব্যই দুঃখজনকভাবে অসত্য, অপব্যাখ্যামূলক, একপাক্ষিক, বৈষম্যমূলক, বিভ্রান্তিকর ও চরমভাবে প্রশ্নবিদ্ধ।’ তিনি বলেন, ‘অমিত শাহ ও রবিশ কুমারের বক্তব্য আমরা দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করছি।’

বিএনপির মহাসচিব উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘এই পরিস্থিতি বাংলাদেশের জন্য আর একটি রোহিঙ্গা সংকটের সূত্রপাত হিসেবে আবির্ভূত হয়েছে। এমনিতেই ১১ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থী নিয়ে বাংলাদেশ ভারাক্রান্ত। এর ওপর এনআরসি উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ সরকার তাদের ব্যর্থ পররাষ্টনীতির প্রমাণ হিসেবে যেভাবে নির্বিকার রয়েছে, তা স্পষ্টতই আমাদের জনগণ, সার্বভৌমত্ব ও রাষ্ট্রবিরোধী অবস্থান।’

মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, ‘দুই দেশের জনগণের বৃহত্তর স্বার্থে বাংলাদেশ ও বিএনপি সম্পর্কে ভারতীয় পার্লামেন্টে যে অসত্য বক্তব্য দেওয়া হয়েছে, ভারত সরকার তা অবিলম্বে প্রত্যাহার করে নেবে। ভবিষ্যতে পারস্পারিক সহযোগিতা ও সহমর্মিতার লক্ষ্যে এ ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়া থেকেও দেশটি থাকবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।

/এএইচআর/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা