X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শুভেচ্ছায় সিক্ত জাপার চেয়ারম্যান-মহাসচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৯, ০০:৩৯আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ০০:৫৮

জাপার চেয়ারম্যান-মহাসচিবকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন নেতাকর্মীরা দলের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত হলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। রবিবার (২৯ ডিসেম্বর) রাজধানীর বনানীর চেয়ারম্যান কার্যালয়ে নেতাকর্মীরা নবনির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান।
জাপার চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বলেন, ‘বিভিন্ন ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা ফুলে ফুলে অভিনন্দিত করেন নবনির্বাচিত চেয়ারম্যান ও মহাসচিবকে। রবিবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে এক অনির্ধারিত ফুলেল সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত নেতারা তাদের সংবর্ধিত করেন।’
জালালী আরও বলেন, ‘অনুষ্ঠানের শুরুতেই নবনির্বাচিত জিএম কাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত মহাসচিব মসিউর রহমান রাঙ্গা । এরপর সবাই লাইন দিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাদের। এ সময় প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে থেকে নেতাকর্মীদের ফুল গ্রহণ করেন জাতীয় পার্টির নবনির্বাচিত নেতৃত্ব। তৃণমূল নেতাকর্মীরা এ সময় নবনিযুক্ত কো-চেয়ারম্যানদেরও ফুলের শুভেচ্ছা জানান।’
শুভেচ্ছা বিনিময়ের সময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন, ‘জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ রেখে দেশ ও জাতির স্বার্থে কাজ করাই আমাদের বর্তমান লক্ষ্য। দেশের মানুষ এখন জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। তাদের বিশ্বাস শুধু জাতীয় পার্টিই দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে। দেশ ও মানুষের জন্য মঙ্গলময় রাজনীতি করবে জাতীয় পার্টি।’

এ সময় বক্তব্য রাখেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান- এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাড. মুজিবুল হক চুন্নু, মহানগর উত্তর সভাপতি এস.এম. ফয়সল চিশতী। উপস্থিত ছিলেন- সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, আইনজীবী ফেডারেশনের সভাপতি অ্যাড. শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, পার্টি নেতা আব্দুর রশীদ সরকার, অ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, ক্বারী হাবিবুল্লাহ বেলালী, আহসান আদেলুর রহমান এমপিসহ শীর্ষ নেতারা।
প্রসঙ্গত, শনিবার (২৮ ডিসেম্বর) জাতীয় পার্টির নবম কাউন্সিল অনুষ্ঠিত হয়। দলটির নেতাদের কেউ-কেউ মনে করেন, কাউন্সিলের আগের দিনই জাপার নেতারা বিভিন্ন পদ নিজেদের মধ্যে ভাগ করে নেন।

/এসটিএস/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া