X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার সুযোগ চান নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২০, ১৫:২৭আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ১৫:৩০

সভায় বক্তব্য রাখছেন মোহাম্মদ নাসিম

নির্বাচনি আইন সংশোধন করে সব জনপ্রতিনিধিকে প্রচারণায় অংশ নেওয়ার সুযোগ দিতে হবে বলে দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘দুনিয়ার কোথাও যে দৃষ্টান্ত নাই, সে দৃষ্টান্ত কেন আমার দেশে হবে? মন্ত্রী সাহেবরা বাইরে থাকতে পারেন, কিন্তু যিনি এমপি, দলের একজন নেতা, তিনি কেন বাইরে (নির্বাচনি প্রচরণার) থাকবেন? এমন আইন কখনও সমান সুযোগ নিশ্চিত করে না।’

তিনি আরও  বলেন, ‘আজকে বিএনপির বড় বড় নেতারা প্রচারণা করবেন, আর আমরা করতে পারবো না, এটা তো হতে পারে না। এমন অসম আইন আমাদের জন্য লজ্জাজনক।’

সোমবার (৬ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনকে উদ্দেশ করে নাসিম বলেন, ‘আপনারা শক্ত থাকেন, মাজা সোজা করে কথা বলেন। সুষ্ঠু নির্বাচন করেন। আমরাও চাই, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যেন হয়। আপনি কঠোরভাবে নির্বাচন পরিচালনা করেন।’

বিএনপির বড় বড় নেতা মাঠ ছেড়ে পালানোর ওস্তাদ— মন্তব্য করে তিনি বলেন, ‘ইভিএমে নির্বাচন অনেক জায়গায় হয়েছে। কোথাও কোনও অভিযোগ পাওয়া যায়নি। নির্বাচন শুরু হয়নি, তারা (বিএনপি) কারচুপি কারচুপি শুরু করেছে। বিএনপি যে দুজন প্রার্থী আছেন তারা বলেছেন, মাঠ ছেড়ে যাবেন না। আমি তাদেরকে ধন্যবাদ জানাই।’ তিনি বলেন, ‘দয়া করে আপনাদের বড় বড় নেতাদের কথা শুনবেন না। কারণ, তারা মাঠ ছেড়ে পালানোর ওস্তাদ। জাতীয় নির্বাচনে দেখলাম তারা কীভাবে পালালো।’

ঢাকাবাসীকে অনুরোধ জানিয়ে নাসিম বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আপনারা রায় দেন, যেন ভবিষ্যতে কোনও অশুভ শক্তি ক্ষমতায় আসতে না পারে। উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের জনগণ যে রায় দেবে, আমরা সেটাই মেনে নেবো।’

জনগণের ভোটাধিকারের বিজয় আমরা দেখতে চাই, এমন মন্তব্য করে তিনি বলেন, ‘জয় পরাজয় বড় কথা নয়। বড় কথা হলো গণতন্ত্রের বিজয় আমরা দেখতে চাই। প্রধানমন্ত্রী যে বিজয় অর্জন করেছেন, সেটাকে আমরা অটুট রাখতে চাই।’

নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়ে নাসিম বলেন, ‘ইভিএম-এ নির্বাচন ব্যবস্থা যেন সুস্থ হয়, সেটা আপনারা বজায় রাখবেন। আমরা যারা জনপ্রতিনিধি আছি, তারা যেন প্রচারণা করতে পারি সেটা নিশ্চিত করবেন।’

সভায় আরও উপস্থিত ছিলেন রাশেদ খান মেনন, দিলীপ বড়ুয়া প্রমুখ।

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের