X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সমর্থন নিতে ড. কামালের চেম্বারে যাচ্ছেন বিএনপির দুই মেয়র প্রার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২০, ১৯:৩০আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ২০:২২

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের সমর্থন নিতে বুধবার (৮ জানুয়ারি) বেলা ১১ টার দিকে জোটের আহ্বায়ক ড. কামাল হোসেনের চেম্বারে যাবেন বিএনপির দুই মেয়র প্রার্থী। সূত্র জানিয়েছে, মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও দক্ষিণের প্রার্থী ইশরাক হোসেনকে আনুষ্ঠানিকভাবে ঐক্যফ্রন্টের পক্ষে থেকে সমর্থন দেওয়া হবে। এছাড়া বিএনপির প্রার্থীদের পক্ষে কাজ করার ঘোষণা দেবেন জোটের নেতারা।
ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোটেক সুব্রত চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামীকাল (বুধবার) সকালে ঐক্যফ্রন্টের বৈঠক আছে। সেখানে বিএনপির দুই মেয়র প্রার্থী আসবেন। আমাদের পক্ষে তাদের আনুষ্ঠানিকভাবে সমর্থন দেওয়া হবে।’
স্টিয়ারিং কমিটির আরেক সদস্য নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বিএনপি যদি আন্দোলনের অংশ হিসেবে সিটি নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেয় তাহলে তাদের মেয়র প্রার্থীদের আমরা সমর্থন দেবো। অন্যথায় আমরা সমর্থন দেবো না।’
জোটের নেতারা বলছেন, সিটি নির্বাচনে অংশ নেওয়ার আগে বিএনপি এ বিষয়ে আমাদের সঙ্গে কোনও আলোচনা করেনি। আজকের  বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এ নিয়ে আলোচনা তোলেন। বিএনপির প্রার্থীদের পক্ষে ঐক্যফ্রন্টের সমর্থন ও প্রচারণায় অংশ নেওয়ার অনুরোধ জানান। এরই পরিপ্রেক্ষিতে বুধবার (৮ জানুয়ারি) সিটি নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্টের বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির দুই প্রার্থীও উপস্থিত থাকবেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
এ বিষয়ে ড. মঈন খান বলেন, ‘বুধবার ঐক্যফ্রন্টের বৈঠকে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আমাদের দুই সিটির মেয়র প্রার্থী থাকবেন।’
জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীরা আমাদের সঙ্গে দেখা করতে চায়। এজন্য তাদের আগামীকাল সময় দেওয়া হয়েছে।’
বিএনপির মেয়র প্রার্থীদের সমর্থন দেওয়া হবে কিনা জানতে চাইলে ডা. জাফরুল্লাহ বলেন, ‘কাল দেখা করতে এসে তারা কী বলেন তার ওপর নির্ভর করছে সবকিছু।’
এদিকে আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১ টায় মতিঝিলে ড. কামালের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে জানা গেছে, সেখানে সর্বশেষ ২৯ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের প্রতিবাদে অনুষ্ঠিত ঐক্যফ্রন্টের কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতাদের অনুপস্থিতি নিয়ে সমালোচনা করা হয়। নেতাদের অভিযোগ ছিল- গত কয়েক মাস ঐক্যফ্রন্টকে নিয়ে বিএনপির আগ্রহ কম দেখা যাচ্ছে। ২৯ ডিসেম্বরের কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদেরও তেমন উপস্থিতি ছিল না। এতে অন্য শরিকদের তুলনায় বিএনপির বেশি ক্ষতি হচ্ছে। যদিও এর জবাবে দলটির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেছেন, বিভিন্ন প্রোগ্রাম থাকার কারণে ঐক্যফ্রন্টের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন না মির্জা ফখরুল।

আরও পড়ুন: ঢাকার দুই সিটি নির্বাচনে বিএনপির পাশে ঐক্যফ্রন্ট নেই কেন?

 

/এএইচআর/ওআর/
সম্পর্কিত
মিয়ানমারের নির্বাচন নিয়ে যা বললেন জান্তা প্রধান
সেনেগালে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে
আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের প্রধান ম্যাককিনি‘বাংলাদেশের মতো রাশিয়ার নির্বাচনেও হস্তক্ষেপের চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র’
সর্বশেষ খবর
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকায়নে কাজ করবে জাইকা ও বিএফডিসি
মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকায়নে কাজ করবে জাইকা ও বিএফডিসি
ট্রেনের ৪৫ হাজার টিকিট কিনতে দেড় কোটির বেশি হিট
ট্রেনের ৪৫ হাজার টিকিট কিনতে দেড় কোটির বেশি হিট
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের