X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ঢাবি শিক্ষার্থী ধর্ষণে দোষীর কঠোর শাস্তির দাবি জাপার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২০, ১৬:৪৮আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ১৭:০৭

জিএম কাদেরসহ জাপার কো চেয়ারম্যানদের বৈঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ মামলায় আসামির কঠোর শাস্তির দাবি করেছেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ের মিলনায়তনে এক সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।
এর আগে পার্টির সিনিয়র-কো চেয়ারম্যান, কো-চেয়ারম্যানের সঙ্গে চেয়ারম্যান ও মহাসচিব প্রথম সভা করেন।
ধর্ষর্কের শাস্তির ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী ও গোয়েন্দা সংস্থার প্রতি দৃষ্টি আকর্ষণ করে মসিউর রহমান রাঙ্গা বলেন, এসিড সন্ত্রাস রোধে পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ফাঁসির বিধান নিশ্চিত করেছিলেন। এরপর থেকে এসিড সন্ত্রাস শূন্যের কোঠায় নেমে এসেছে।
তিনি বলেন, ধর্ষণ রোধেও কঠোর শস্তির বিধান নিশ্চিত করতে হবে। তবেই ধর্ষণের ঘটনা কমে যাবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাঙ্গা বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে জাতীয় পার্টি এককভাবেই নির্বাচন করবে। জাতীয় নির্বাচনে অ্যালায়েন্স থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে কোনও অ্যালায়েন্স নেই। ইভিএম-এ নির্বাচন জেনেই জাতীয় পার্টি ঢাকা সিটি নির্বাচনে নেমেছে। তাই ইভিএম-এর বিরোধিতা করছি না আমরা।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পার্টি অত্যন্ত শক্তিশালী দল হিসেবেই প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করছে। দেশ ও মানুষের অধিকারের প্রশ্নে জাতীয় পার্টি সংসদে ও রাজপথে জোড়ালো ভূমিকা রাখছে।
জাতীয় পার্টি মহাসচিব বলেন, জাতীয় পার্টি সংসদে গালাগাল, হৈচৈ ও ফাইল ছুড়ে বিরোধিতায় বিশ্বাস করে না।
বৈঠক প্রসঙ্গে রাঙ্গা বলেন, সভায় দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি, সিটি নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গাইবান্ধার শূন্য আসনে উপ-নির্বাচন বিষয়েও আলোচনা হয়েছে।
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও কো-চেয়ারম্যানদের সঙ্গে প্রথম এ বৈঠক অনুষ্ঠিত হয়। মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ বৈঠকে অংশ নেন সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু ও অ্যাডভোকেট সালমা ইসলাম।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ, সোলায়মান আলম শেঠ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, শফিকুল ইসলাম সেন্টু, আব্দুস সাত্তার মিয়া, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, আলমগীর সিকদার লোটন, আহসান আদেলুর রহমান, সুলতান মাহমুদ, এম এ রাজ্জাক খান, হেলাল উদ্দিন প্রমুখ।

আরও  পড়ুন...
ঢাবি শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ 

ঢাবি শিক্ষার্থী ধর্ষণ: নজরদারিতে অটোচালক, যেকোনও সময় গ্রেফতার

ঢাবি শিক্ষার্থী ধর্ষণ মামলা ডিবিতে

ধর্ষক ওঁৎ পেতে ছিল ফুটপাতে

ধর্ষণের শিকার ছাত্রীর জবানবন্দি

ঢাবি ছাত্রী ধর্ষণ: আগেই ‘বাস স্টপেজ’ পরিবর্তনের দাবি ছিল শিক্ষার্থীদের

নিজেকে রক্ষায় আপ্রাণ চেষ্টা করেছিলেন ভুক্তভোগী শিক্ষার্থী

‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

সে আমাদের মেয়ে, তার মনোবল শক্ত থাকবে: ঢাবি ভিসি

ধর্ষণের বিচার দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

শাহবাগে সড়ক অবরোধ করে ধর্ষণের বিচার দাবি

ঢাবি শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মামলা

কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

/এসটিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা