X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ইসিকে আরও কঠোর হওয়ার আহ্বান কাদেরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২০, ১৩:৩৮আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ১৫:৪৫

ইসিকে আরও কঠোর হওয়ার আহ্বান কাদেরের ঢাকার আসন্ন দুই সিটি নির্বাচনে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য ইসিকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

সিটি নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে বিএনপি। এ প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘ইসির হাতে অনেক ক্ষমতা আছে, পুলিশ আছে। আচরণবিধি মানার বিষয়ে নির্বাচন কমিশনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানাচ্ছি। এখানে সরকারের কোনও প্রকার হস্তক্ষেপ নেই।’

প্রধানমন্ত্রীর বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, যারা নিয়ম মানবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই উচিত।’

সিটি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলরদের প্রসঙ্গে জানতে চাইলে কাদের বলেন, ‘আওয়ামী লীগের মনোনয়ন কমিটির কাছে বিদ্রোহীদের বিষয়ে নানা আলোচনা আছে। অপেক্ষা করুন বিস্তারিত জানতে পারবেন।’

গত বছরের অনেক বিদ্রোহী প্রার্থীকে এবার মনোনয়ন দেওয়া হয়েছে, এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এটা আমাদের একান্তই নিজস্ব বিষয়। প্লিজ লিভ ইট।’

সরস্বতী পূজার দিন সিটি নির্বাচন হওয়ায় তারিখ পরিবর্তনের জন্য বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে বিক্ষোভকারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আমি আদালতের রায়কে সম্মান করতে চাই। তারিখের বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। তাই এই রায়কে নির্বাচন কমিশন ফলো করবে, এটাই স্বাভাবিক। সবকিছু মিলিয়ে আদালত যে নির্দেশ দিয়েছেন, প্রত্যাশিত নির্বাচনের এই রায় মেনে নিয়ে সবাই অংশ নেবে এটাই আমার বিশ্বাস।’

বিক্ষোভকারীদের মধ্যে ছাত্রলীগের সদস্যরাও রয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীরা থাকতে পারেন, তবে তারা হিন্দু সম্প্রদায়ের। ধর্মীয় কারণে তারা এই বিক্ষোভে অংশ নিতে পারেন, তবে দলীয় কারণে নয়।’

এসময় দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের বিরুদ্ধে দুদকের মামলা প্রসঙ্গে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘ইশরাকের মামলার বিষয়ে দুদক চেয়ারম্যানকে জিজ্ঞাো করুন।’

নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে বিএনপির আপত্তির বিষয়টি উল্লেখ করা হলে তিনি বলেন, ‘বিএনপি সারাজীবন এনালগ থাকতে চায়।’

/এসআই/এনএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
কেনাকাটার একাল-সেকাল
অনলাইন শপিংকেনাকাটার একাল-সেকাল
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের