X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সিটি নির্বাচনে ইভিএম ব্যবহার করতে দেওয়া হবে না: ঐক্যফ্রন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২০, ১৯:৫৯আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২০:৫৫

সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট শরিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই ইভিএম বাংলাদেশের মানুষ চায় না। নির্বাচনে ইভিএম ব্যবহার করতে দেওয়া হবে না।’ শনিবার (১৮ জানুয়ারি) বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন।

ঢাকার দুই সিটি নির্বাচনে ইভিএম ব্যবহার ও নির্বাচনের সার্বিক পরিস্থিতির ওপর সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় ঐক্যফ্রন্ট।

আ স ম রব বলেন, ‘ইভিএম সারা পৃথিবীতে বর্জন করা হয়েছে। এই ইভিএম বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হোক।’ ইভিএমে ভোট কারচুপির আশঙ্কার কথা তুলে ধরে রব বলেন, ‘ভোটাররা যদি ভোটকেন্দ্র থেকে ইভিএম ছুড়ে ফেলে দেয়, আমাদের বলার কিছু থাকবে না।’ তিনি বলেন, ‘নতুন ভোট ডাকাতির পদ্ধতি হচ্ছে ইভিএম। নতুন ডাকাতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। এই মেশিন চালু করতে পারবে না। নির্বাচন কমিশন বলেছিল, যদি ভোটার ও অংশীদাররা না চায়, তাহলে ইভিএম চালু করবে না। এখন জোর করে নির্বাচন কমিশন ভোট ডাকাতি করতে পেপার ট্রেইল ছাড়াই ইভিএম চালু করছে। পেপার ট্রেইল ছাড়া ইভিএম চালু আমরা সমর্থন করছি না।’

ইভিএমে ভোট হলে নির্বাচন বর্জন করবেন কিনা—এমন প্রশ্নের জবাবে আ স ম রব বলেন, ‘বর্জন হতে পারে, বর্জনের পরে আর কিছু থাকে না। আমরা আন্দোলন অব্যাহত রাখবো। যদি শেষ পর্যন্ত আর কোনও পথ না থাকে, তখন সর্বশেষ পথ অবলম্বন করবো কিনা, এই মুহূর্তে সিদ্ধান্ত নেইনি।’

আ স ম রব বলেন, ইভিএমে পেপার ট্রেইল যেহেতু নেই, সেহেতু এই পদ্ধতি বাতিল করা উচিত। বুয়েটের এই মেশিনের যিনি উদ্যোক্তা, সেই প্রকৌশলী পরিষ্কার বলেছেন, ইভিএমে পেপার ট্রেইল না থাকলে একজন ভোটারের পক্ষে জানা সম্ভব নয় তার ভোটে কোথাও কারচুপি হচ্ছে কিনা।’

সরকারের উদ্দেশে রব বলেন, ‘একাদশ সংসদ নির্বাচনে ৩০ তারিখের জায়গায় ২৯ তারিখে রাতের বেলায় ভোট নিয়েছেন। এবার নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন ইভিএম। যার বিরুদ্ধে সব রাজনৈতিক দল বলেছে। আমরা বলেছি, ইভিএমে পেপার ট্রেইল না থাকলে ভোটার তার ভোটটা কাকে দিচ্ছেন, যে প্রতীকে ভোট দিচ্ছেন, এটা না দেখতে পারেন; তাহলে সেই মেশিন চালু করা যায় না।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিকল্পধারার একাংশের সভাপতি অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

/এএইআর/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা