X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নির্বাচন পিছিয়ে হলেও ব্যালটে ভোট নেওয়ার আহ্বান ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২০, ২০:৩০আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ২৩:১৬

নির্বাচন পিছিয়ে হলেও ব্যালটে ভোট নেওয়ার আহ্বান ফখরুলের আবারও ইভিএম বাতিলের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রয়োজনে ঢাকা সিটি নির্বাচন পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে আয়োজিত এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এই দাবি করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘ইভিএম একটি বাতিলপন্থা। সারা বিশ্বেই তা প্রত্যাখ্যাত হয়েছে। এই ইভিএমে ভোটচুরির সব রকম উপায় আছে। প্রয়োজনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোট পিছিয়ে ব্যালটে নেওয়া হোক।’

‘ইভিএমকে না বলুন, আপনার ভোটকে সুরক্ষিত করুন’ শীর্ষক স্লোগানে বিএনপিপন্থী অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এই গোলটেবিলের আয়োজন করে। বিকাল চারটার দিকে এই আলোচনা শুরু হয়। আলোচনায় বিশেষ প্রজেক্টরের মাধ্যমে ইভিএমের অপব্যবহারের সুযোগ নিয়ে আলোচনা করেন কয়েকজন প্রকৌশলী। তারা সেখানে ডামি ভোটিং করে দেখান। এসময় দেখানো হয় কিভাবে ভোটার যেকোনো মার্কায় ভোট দিলে তা অন্য প্রার্থীর সংখ্যায় যুক্ত হতে পারে।

ইভিএম পদ্ধতির বিরোধিতার ব্যাখ্যা দিয়ে ফখরুল বলেন, ‘মেশিন ব্যবহৃত হয় মানুষের দ্বারা। মেশিনের পেছনের কারা থাকবেন সেটা একটা জরুরী প্রশ্ন। যেহেতু এই মেশিনের পেছনে বর্তমান নির্বাচন কমিশন এবং  সরকার রয়েছে, যারা পুরো নির্বাচন ব্যবস্থাটাকে পরিচালনা করছে, তাদের ওপরে মানুষের আস্থা নেই।’

নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা বলে এসেছি, এই নির্বাচন কমিশন যোগ্য না, অদক্ষ। বর্তমানে যে অনির্বাচিত সরকার রয়েছেন তাদের আজ্ঞাবহ একটি কমিশন। তারা যে হুকুম করে কমিশন তাই করে। বিগত নির্বাচনে আমরা পুরোটাই দেখেছি। তারা সরকারের পরিচালিত হয়ে নির্বাচন করেছে। ৩০ ডিসেম্বরের ভোট ২৯ তারিখে তারা করে ফেলেছে। এই কমিশনকে বিশ্বাস করার আর কোনো কারণ থাকতে পারে না।’

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী আতিকুল ইসলামের একটি বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘গতকাল আমাদের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ওপর সরকারি দলের একজন কাউন্সিলর প্রকাশ্যে আঘাত করলেন। আক্রমন চালালেন। দুঃখজনকভাবে শুধু না,দুর্ভাগ্যজনক ও লজ্জাজনকভাবে ওই দলের (আওয়ামী লীগ) মেয়র প্রার্থী বললেন,এটা নাকি আমাদের নিজস্ব প্রবলেম। যিনি এই কথা বলতে পারেন তার তো মেয়র হওয়ার যোগ্যতাই থাকতে পারে না।’

সেমিনারে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল ইসলাম সভাপতিত্ব করেন। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য আফম ইউসূফ হায়দার, হাবিবুর রহমান হাবিব,অধ্যাপক মামুন আহমেদ, এবিএম মোশাররফ হোসেন,জহির উদ্দিন স্বপন,শাম্মী আখতার,আশরাফউদ্দিন বকুল, নেওয়াজ হালিমা আরলী,কাদের গনি চৌধুরী,শামীমুর রহমান শামীম, জেবা খান,হাসান জাফির তুহিন, রফিকুল ইসলাম,আবদুল হালিম মিঞা, ডা. আবদুস সেলিম, শায়রুল কবির খান,প্রকৌশলী মাহমুদ হোসেন, মিয়া মো. কাইয়ুম, এ্যাবের ভারপ্রাপ্ত মহাসচিব আলমগীর হাছিন আহমেদ এবং যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

 

/এসটিএস/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা