X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ব্যারিস্টার তাপসের ইশতেহার ২৯ জানুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২০, ১৭:৪০আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১৮:১৩

নির্বাচনি প্রচারে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস তার নির্বাচনি ইশতেহার প্রকাশ করবেন ২৯ জানুয়ারির মধ্যে। শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর বংশাল এলাকায় নির্বাচনি প্রচারের সময় গণমাধ্যমকর্মীদের তিনি এই তথ্য জানান।

তাপস বলেন, ‘আমরা যে উন্নয়নের রূপরেখা প্রকাশ করেছি, সেটি ঢাকাবাসী সাদরে গ্রহণ করেছে। যেখানেই যাচ্ছি, বিপুল সাড়া পাচ্ছি। আশা করি, ২৮ বা ২৯ জানুয়ারির মধ্যে আমাদের বিস্তারিত নির্বাচনি ইশতেহার প্রকাশ করতে পারবো।’ তিনি আরও বলেন, ‘আমাদের ৫টি রূপরেখা−ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সুশাসিত ঢাকা ও উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে আগামী ১ ফেব্রুয়ারির নির্বাচন ঢাকাবাসীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে ঢাকাবাসীর রায়ের মাধ্যমে উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে একটি নবযাত্রা করতে চাই। আশা করি, ঢাকাবাসী নৌকা মার্কায় রায় দিয়ে আমাকে সেবক হিসেবে নির্বাচিত করবে।’

‘বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে’—এমন অভিযোগের বিষয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তাপস বলেন, ‘আপনারা লক্ষ করেছেন, আমাদের নেতাকর্মীসহ ঢাকাবাসীর স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে লক্ষ করছি, আমাদের প্রতিপক্ষ অভিযোগ নিয়ে ব্যস্ত। তাদের ঢাকাবাসীর জন্য কোনও উন্নত রূপরেখা নেই। তারা জাতীয় রাজনীতি নিয়ে ব্যস্ত। আর আমরা ঢাকাবাসীর উন্নয়ন ও জনসংযোগ নিয়ে ব্যস্ত।’

ব্যারিস্টার তাপস বলেন, ‘এই ঐতিহ্যবাহী বংশাল ও কোতোয়ালিবাসীর জন্য ৩০ বছরের মহাপরিকল্পনা গ্রহণ করেছি। এই এলাকার ঐতিহ্যকে বিশ্ববাসীর কাছে প্রকাশ করবো। আমাদের নির্বাচনি ইশতেহার প্রকাশের কার্যক্রম শুরু হয়েছে।’

গণসংযোগ চলার সময় যেন রাস্তাঘাটে কোনও ধরনের অচলাবস্থার সৃষ্টি না হয়, সেদিকে খেয়াল রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান তাপস।

/এসএস/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
বেসিস নির্বাচনে ১১ পদে প্রার্থী ৩৩ জন
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
সর্বশেষ খবর
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা