X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

আ. লীগের ওপর হামলা, নির্বাচন বানচালের ইঙ্গিত: আমু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২০, ২০:২৮আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২১:২১

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচন বানচালের ইঙ্গিত হচ্ছে বিএনপির আজকের হামলা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। রবিবার ২৬ জানুয়ারি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফজলে নূর তাপসের পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণের সময় যুবলীগের নেতাকর্মীদের ওপর বিএনপির মেয়র প্রার্থীর নেতৃত্বে একটি মিছিল এসে এ হামলা করে। আপনারা নিশ্চয়ই লক্ষ করেছেন, আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ বলেছে ওখানে বিএনপির নির্বাচনি প্রচারণার শিডিউল প্রোগ্রাম ছিল না। ওখানে তারা নির্বাচনি প্রচারণায় যাওয়ার পরিপ্রেক্ষিতে এমন ঘটনা ঘটেছে, এটা সঠিক নয়। আইনশৃঙ্খলা বাহিনী তাদের বক্তব্যে পরিষ্কারভাবে বলেছে। এটা তাদের সুপরিকল্পিত হামলা। এটা আগামী দিনে নির্বাচন বানচালের একটি ইঙ্গিত।

তিনি বলেন, বারবার এসব কথা তারা (বিএনপি) বলে আসছে, আজকে আবার তারাই শুরু করলো। কয়েকদিন আগেও কয়েকটা মারপিটের ঘটনা ঘটেছে। তখন আমরা ভেবেছিলাম স্থানীয়ভাবে এটা হতে পারে। আজকের ঘটনায় সেখানে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়েছে। সেখানে আমাদের কর্মীরা আহত হয়েছেন। কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যালে ভর্তি আছেন।

বিএনপিকে উদ্দেশ করে এই নেতা বলেন, আমরা মনে করি সারা দেশের মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তাদের শুভবুদ্ধির উদয় হোক। তারা নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুক। নির্বাচন বানচাল করার জন্য নয়, নির্বাচনকে সুষ্ঠু করার জন্য অংশগ্রহণ করুক, সেটা আমরা চাই।

নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, এই ঘটনায় যারা সত্যিকারের দায়ী তাদের ব্যাপারে নির্বাচন কমিশনের যে বিধিবিধান আছে সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করুক। এটাই আমাদের দাবি।

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি বলেন, আইনশৃঙ্খলা যেন ঠিক থাকে, সঠিকভাবে যাতে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক হতে হবে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। নির্বাচন কমিশনের কাছে এ ব্যাপারে প্রতিবাদ দেওয়া হবে, নির্বাচন কমিশন যেটা ভালো মনে করে সেটা করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক প্রমুখ।

/এইচএন/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে কিংবদন্তির ছেলে
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে কিংবদন্তির ছেলে
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে  ইসরায়েল?
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে ইসরায়েল?
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা