X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মির্জা ফখরুল-আতিকুলের কুশল বিনিময়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২০, ১৬:৪৯আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ১৯:০৩

মির্জা ফখরুলের সঙ্গে আতিকুলের কুশল বিনিময়

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কুশল বিনিময় করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। যদিও তাদের দুইজনের এই সাক্ষাৎ পূর্ব নির্ধারিত ছিল না। কাকতালীয়ভাবে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা উত্তরের বাসিন্দা মির্জা ফখরুলকে দেখতে পেয়ে তার কাছে এগিয়ে যান আতিকুল। যদিও ফখরুল ঠাকুরগাঁওয়ে তার নিজ আসনের ভোটার। এসময় ফখরুলের সঙ্গে হাত মেলান আতিকুল। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের টিভি লাউঞ্জে এই ঘটনা ঘটে।

এদিন সকাল সাড়ে ১০টায় ঢাকা দক্ষিণ সিটির বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে যান মির্জা ফখরুল। অনুষ্ঠান শেষে প্রেস ক্লাবের ভেতরে চা পান করতে আসেন মির্জা ফখরুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। ওই সময় প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে লাউঞ্জে যান আতিকুল ইসলামও।

এ সময় আগে থেকে লাউঞ্জে উপস্থিত থাকা মির্জা ফখরুলকে দেখে সালাম দিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘ফখরুল ভাইকে পেয়েছি আজকে। কেমন আছেন ভাই?’ মির্জা ফখরুলও হাসিমুখে তাকে শুভেচ্ছা জানান। হাস্যরসের মধ্য দিয়ে কিছুক্ষণ চলে তাদের কথাবার্তা। মির্জা ফখরুলের সঙ্গে থাকা বিএনপির অন্য দুই নেতার সঙ্গেও কুশল বিনিময় করেন আতিকুল ইসলাম। এসময় আতিকুলের সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম প্রমুখ।

প্রসঙ্গত, ২৬ জানুয়ারি ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম তার নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন। ওই অনুষ্ঠানে মির্জা ফখরুল ও ঢাকা উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালকে আমন্ত্রণ জানানো হলেও তারা যাননি।

/এএইচআর/এমআর/এমএমজে/
সম্পর্কিত
মিয়ানমারের নির্বাচন নিয়ে যা বললেন জান্তা প্রধান
সেনেগালে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে
আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের প্রধান ম্যাককিনি‘বাংলাদেশের মতো রাশিয়ার নির্বাচনেও হস্তক্ষেপের চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র’
সর্বশেষ খবর
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়