X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ফল প্রত্যাখ্যান, রবিবার ঢাকায় বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২০, ২০:১২আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ২১:২২

ফল প্রত্যাখ্যান, রবিবার ঢাকায় বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল ঢাকার দুই সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল-সন্ধ্যা ঢাকায় হরতাল ডেকেছে বিএনপি।

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৮টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কারচুপি ও ব্যাপক অনিয়মের প্রতিবাদে রবিবার সারাদিন ঢাকায় হরতাল কর্মসূচি পালন করা হবে। আমরা এই নির্বাচনকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি।’

জনগণের প্রতি হরতাল পালনের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আশা করবো ঢাকাবাসী তাদের অধিকার রক্ষা করার জন্য শান্তিপূর্ণভাবে এই হরতাল পালন করবেন। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য সহযোগিতা করবেন। আমাদের এই হরতালের আওতায় অ্যাম্বুলেন্স, ওষুধ ও খাবারের দোকান থাকবে না।’

সিটি নির্বাচনের ফল প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা প্রায় যে আশঙ্কা করেছিলাম সেটাই প্রমাণিত হয়েছে। এই নির্বাচনও সরকার আগের নির্বাচনের মতো রাষ্ট্রযন্ত্র ও নির্বাচন কমিশনকে ব্যবহার করে নিজেদের দখলে নিয়েছে।’

নির্বাচন প্রক্রিয়াকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হচ্ছে উল্লেখ করে ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশনকে তারা ক্রীড়নক হিসেবে ব্যবহার করছে। তাই আওয়ামী লীগের অধীনে কোনও নির্বাচন সুষ্ঠু হতে পারে না। বর্তমান নির্বাচন কমিশনও একেবারে অসঙ্গত কাজ করছে। তারা অযোগ্য একটি প্রতিষ্ঠান, যাদের পক্ষে একটা অবস্থান নিয়ে সুষ্ঠু নির্বাচন করার কোনও লক্ষণ দেখতে পারছি না।’

হরতালের বিষয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, ১৩ ডিসেম্বর ২০১৭ সালে দ্রব্যমূল্যে বৃদ্ধির প্রতিবাদে সর্বশেষ হরতাল দিয়েছিল বিএনপি। তিন বছর ১০ মাস ১১ দিন পর আবার বিএনপি হরতাল পালনের আহ্বান জানালো।

আরও পড়ুন: 

১০০ বছরের ইতিহাসে এমন সুষ্ঠু নির্বাচন আর হয়নি: হানিফ 

প্রধানমন্ত্রীর বক্তব্য নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন: মির্জা ফখরুল

নির্বাচন কমিশনের কাছে বিএনপির ১০ অভিযোগ

/এএইচআর/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে