X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ঢামেকে আহত সাংবাদিককে দেখতে গেলেন তাবিথ-ইশরাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৪:২২আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৩

আহত সাংবাদিককে দেখতে ঢামেকে তাবিথ-ইশরাক, ছবি: ফোকাস বাংলা ঢাকা সি‌টি করপোরেশন নির্বাচনে দায়িত্ব পালনের সময় সন্ত্রাসী হামলায় আহত রিপোর্টার মোস্তা‌ফিজুর রহমান সুমন‌কে দেখ‌তে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়েছিলেন তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা সা‌ড়ে ১১টার দিকে তারা ঢামেক হাসপাতালের ১০৩ নং ওয়ার্ডে চিকিৎসাধীন সুমনকে দেখতে যান। ‌বিএনপির দুই নেতা তার সঙ্গে কথা ব‌লেন ও শারীরিক খোঁজ-খবর নেন।

এসময় তাবিথ বলেন, ‘নির্বাচন প্রক্রিয়ার মধ্যে কারও ওপর হামলা কাম্য নয়। আইনশৃঙ্খলা বাহিনীকে আগে থেকে বলা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা সবার জন্য রাখতে। এরকম পরিস্থিতিতে নির্বাচন কমিশন নিশ্চুপ রয়েছে। এ বিষয়টি আমাদের ভাবিয়ে তুলেছে।’

তি‌নি আরও বলেন, নির্বাচন কমিশনকে আবার স্মরণ করিয়ে দিতে চাই। প্রতিশ্রুতির সঙ্গে কর্মের কোনও মিল ছিল না। নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে তারা ইচ্ছাকৃতভাবে বানচাল করে দিয়েছে।

ইশরাক হোসেন বলেন,  ‘নির্বাচনের তিন-চারদিন আগে আমাদের প্রচারে হামলা করেছিল। সেখানেও তিন জন সাংবাদিক আহত হন। নির্বাচনে যেসব সংবাদিক দায়িত্ব পালন করেছিলেন তারা ভোট জালিয়াতির মুখোশ উন্মোচন করেছেন বলেই তাদের ওপর ন্যক্কারজনক হামলা চালিয়েছে।’

এসময় আরও  উপ‌স্থিত  ছি‌লেন বিএন‌পির প্রচার সম্পাদক শহীদ উ‌দ্দিন চৌধুরী ত্র্যানী, নির্বাহী ক‌মি‌টির সদস্য নিপুণ রায় চৌধুরী, বাংলা‌দেশ লেবার পা‌র্টির চেয়ারম্যান ডা.‌ মোস্তা‌ফিজুর রহমান ইরান, বিএন‌পি চেয়ারপারস‌নের মি‌ডিয়া উইং সদস্য শায়রুল ক‌বির খানসহ অনেকে।

প্রসঙ্গত, ১ ফেব্রুয়ারি দুই সিটির নির্বাচনের দিন মোহাম্মদপুরের জাফরাবাদের একটি ভোটকেন্দ্রে সন্ত্রাসী হামলার শিকার হন সুমন। তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় ৩ ফেব্রুয়ারি একটি হত্যাচেষ্টা মামলা হয়েছে। এছাড়া নির্বাচনের দিন বাড্ডা, গেন্ডারিয়ায় আরও চার সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন।

/এআরআর/এসটি/এমএমজে/
সম্পর্কিত
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা