X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

আতঙ্ক থেকেই বিএনপিকে একহাত নেন ওবায়দুল কাদের: টুকু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৪আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৯

লিটলেট বিতরণ করছেন টুকু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে নিয়ে আতঙ্কে থাকেন বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপিকে নিয়ে আতঙ্ক থাকেন। সেজন্য সকালে ঘুম থেকে উঠে মুখ ধোয়ার আগে বিএনপিকে একহাত নেন তিনি।’

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর মোহাম্মদপুর টাউন হল মসজিদের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে লিফলেট বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, ‘বিএনপিকে নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্যে আমাদের কিছু যায়-আসে না। তারা কীভাবে আমাদেরসহ সারাদেশের মানুষের ওপর দমন-পীড়ন করছে তা সারা বিশ্ব জানে। তাদের ওপর মানুষের যে আস্থা নেই সেটা সিটি নির্বাচনে প্রমাণ হয়ে গেছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগামীকাল (শনিবার) নয়াপল্টনে পার্টি অফিসের সামনে সমাবেশ আছে। সেজন্য আমরা বিভিন্ন এলাকায় কাজ করছি। সমাবেশটা যেন জনসমুদ্রে পরিণত করতে পারি।’

খালেদা জিয়াকে মুক্ত করতে বিএনপি আন্দোলন করতে ব্যর্থ হয়েছে কিনা জানতে চাইলে টুকু বলেন, ‘আপনাদের কাছে পুলিশ তো দৃশ্যমান, নাকি? নেতাকর্মীদের ওপর নির্যাতনও তো দৃশ্যমান। বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করছেন। সেজন্য লাখ লাখ নেতাকর্মীর নামে মামলা আছে, হাজারো নেতাকর্মী জেলে আছেন। তারপরও আমরা আন্দোলনে আছি।’

এরকম আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘একদিনের আন্দোলনে সম্ভব হয় না। আন্দোলন তীব্র হলে সম্ভব।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আতাউর রহমান ঢালি, দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস প্রমুখ।

এদিকে, বেলা ১১টায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে লিফলেট বিতরণ করেন দলটির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শিরিন জাহান বিলকিস ও ছাত্রদলের নেতাকর্মীরা। তারা শাহবাগ ওষুধ মার্কেট ও আজিজ মার্কেটে লিফলেট বিতরণ করেন।

/এএইচআর/এসটি/এমওএফ/
সম্পর্কিত
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৫
চিকিৎসা-খাদ্য-কৃষি সরঞ্জামের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে ঢাকায়
সর্বশেষ খবর
গরমে নাকাল পথচারীদের জন্য পানির ব্যবস্থা করলো ফায়ার সার্ভিস
গরমে নাকাল পথচারীদের জন্য পানির ব্যবস্থা করলো ফায়ার সার্ভিস
বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
ইউআইইউতে ‘বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামো’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
ইউআইইউতে ‘বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামো’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়