X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু হত্যার ঘটনা তদন্তে কমিশন গঠনের দাবি শেখ সেলিমের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:০৪আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১৩

শেখ সেলিম (ফাইল ছবি) বঙ্গবন্ধু হত্যার পেছনে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সিনিয়র সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িতদের সবাইকে খুঁজে বের করতে একটি তদন্ত কমিশন গঠন করতে হবে। খুনিরা মারা গেলেও তাদের খুঁজে বের করতে হবে। দেশের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করেছিল, তা ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর জন্য হলেও এটা করতে হবে।’

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের ওপর আনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ সেলিম এ সময় বঙ্গবন্ধুকে হত্যার পর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। খালেদ মোশররফ খুনি মোস্তাকের সঙ্গে সমঝোতা এবং বঙ্গবন্ধুর খুনিদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
সেলিম তার বক্তব্যে বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়দাতা দেশগুলোর কঠোর সমালোচনা করেন। তারা ডাবল স্ট্যান্ডার্ড নীতি গ্রহণ করেছে বলে অভিযোগ করেন। বঙ্গবন্ধুর খুনিদের ফেরত না দেওয়ার অভিযোগ তুলে সেলিম বলেন, ‘তারা খুনিদের ফেরত দেয় না। তারা বলে, তাদের দেশের আইন মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সাজা দিতে দেয় না। এই মৃত্যুদণ্ড তো আমাদের দেশে অপরাধের জন্য। তোমার দেশে তো করেনি। তোমার দেশের কেউ যদি আমার দেশে অপরাধ করতো তাহলে? তোমাদের শক্তি আছে বলে আইন যেভাবে ইচ্ছা ব্যবহার করবে। বঙ্গবন্ধুকে হত্যার পর কী করে তোমরা খুনি সরকারকে স্বীকৃতি দাও? তাদের কাছে আমাদের মানবতা ও গণতন্ত্র শিখতে হবে না। আমাদের এখন আর কারও কাছে ভিক্ষা করতে হয় না। বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ হয়েছে। আগামীতে উন্নত দেশ হবে। তোমাদের চোখ রাঙানি সহ্য করবো না। অপরাধীদের আমাদের কাছে ফেরত দাও। তারেক জিয়া তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি না, তাকে কেন ফেরত দাও না। অপরাধীদের আশ্রয় দাও আর বড় বড় কথা বলো। এরা গণতন্ত্র ও মানবতার কথা বলে; অথচ নিজেদের স্বার্থ রক্ষা ছাড়া দুনিয়ায় কিছুই তারা করে না।’
তিনি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রীকে বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার দাবি জানান।
বঙ্গবন্ধুকে হত্যার সঙ্গে দেশি-বিদেশি ষড়যন্ত্র ছিল দাবি করে শেখ সেলিম বলেন, ‘মোস্তাক-জিয়া বঙ্গবন্ধুকে হত্যা করে একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নেয়। তারা নিজেদের রক্ষার জন্য ইনডেমনিটি দিয়ে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করে দেয়। হত্যার পরদিন ১৬ আগস্ট চীন, পাকিস্তান, লিবিয়া স্বীকৃতি দেয় বাংলাদেশকে। দুই দিনের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অনেক দেশ খুনি সরকারের সঙ্গে কাজ করার সম্মতি প্রকাশ করে। নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারকে উৎখাতকারীদের সঙ্গে কাজ করার সম্মতি দেয়। এখন তারা মানবাধিকারের কথা বলে।’
বঙ্গবন্ধুকে হত্যার পেছনে সেনাবাহিনীর সব সিনিয়র অফিসাররা যুক্ত ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার সময় সেনাপ্রধান কেএম শফিউল্লাহ কোনও পদক্ষেপ নেননি। বঙ্গবন্ধুকে হত্যার পর খুনি ডালিম রেডিওতে গিয়ে ঘোষণা করেন—শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। সারাদেশে সামরিক আইন জারির কথা বলেন। এরপর রেডিওতে এসে খুনি মোস্তাককে প্রেসিডেন্ট ঘোষণা করা হয়। রেডিওতে সরকারের প্রতি আনুগত্য ঘোষণা করেন সেনাপ্রধান শফিউল্লাহ, নৌবাহিনীর প্রধান এমএইচ খান, বিমান বাহিনীর প্রধান একে খন্দকার ও বিডিআর প্রধান। হত্যার পর একজন সিনিয়র অফিসারও বঙ্গবন্ধুর লাশ দেখতে যাননি। সবাই জড়িত না থাকলে অফিসারসহ দেশের এক লাখ সেনাসদস্য দুইশ’ জনের কাছে আত্মসমর্পণ করতে পারে? সেই সময় খুনিরা মাতবরি করছিল, আর সিনিয়র অফিসাররা চুপ করে ছিলেন।’
শেখ সেলিম আরও বলেন, ‘৩ নভেম্বর ক্যু করে খালেদ মোশররফ আসলেন। তিনি বঙ্গবন্ধুর খুনি মোস্তাকের সঙ্গে বঙ্গভবনে গিয়ে সমঝোতা করেন। ক্যুর পর খুনিদের বিদেশে পালিয়ে যেতে সুযোগ দিয়েছিলেন খালেদ মোশররফ। খুনিরা যখন ইন্টার কন্টিনেন্টাল ও বাংলামোটর এলাকা দিয়ে যাচ্ছিলেন, তখন সেন্যরা কী করবেন জানতে চাইলে তিনি বলেন, ওদের ছেড়ে দাও। সেনা কর্মকর্তারা বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত। এটি পাকিস্তানভাবাপন্ন আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে হয়েছে; শুধু কয়েকজন মেজর গিয়ে মারছে তা নয়। তাদের সঙ্গে অনেক বেসামরিক অফিসাররাও জড়িত। অনেক ব্যবসায়ীও এর পেছনে ছিলেন।’

 

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ