X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জাতীয় পার্টি হলো আওয়ামী লীগের বর্ধিত অংশ: জিএম সিরাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২০, ০০:৫৪আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০১:৪৬

 

বিএনপির সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ

‘জাতীয় স্বার্থে’ আওয়ামী লীগ-বিএনপির ঐক্য চাইলেন বিএনপির সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘জাতীয় স্বার্থে কার সঙ্গে ঐক্য হবে? জাতীয় পার্টি হলো আওয়ামী লীগের বর্ধিত অংশ। ঐক্য করতে হলে বিএনপির সঙ্গে করতে হবে। ভোটাধিকার ফেরত দিতে চাইলে খালেদা জিয়াকে মুক্তি দিন। খালেদা জিয়া ছাড়া মানুষ ভোটে আসবে না। আওয়ামী লীগের ডাকে আসবে না। বিএনপির সঙ্গে ঐক্য করতে হবে।’ বুধবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনাকালে তিনি একথা বলেন।

খালেদা জিয়ার মুক্তি চেয়ে তিনি বলেন, ‘আমাদের চেয়ারপারসন খালেদা জিয়া কারবন্দি, তিনি খুবই অসুস্থ। প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম একবার গিয়ে দেখে আসুন। আজকেও বলছি সংসদ নেতা- আপনি একবার যান। প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখে আসুন। উনি অসুস্থ নাকি অসুস্থ নন দেখে আসুন। আমি নিশ্চিত আপনি একবার দেখে এলে মুক্তির ব্যবস্থা করবেন।’

বঙ্গবন্ধুর আত্মজীবনীর একটি অংশ পাঠ করে প্রধানমন্ত্রীর উদ্দেশে জিএম সিরাজ বলেন, ‘আপনার শ্রদ্ধেয় পিতার বক্তব্য হৃদয়ে ধারণ করে খালেদা জিয়াকে মুক্তি দিন। নেত্রীকে মুক্তি দিন। ভোটাধিকার ফিরিয়ে দিন।’  এসময় রাষ্ট্রপতিকে তার ক্ষমতাবলে খালেদা জিয়ার মুক্তির ব্যবস্থা করার অনুরোধ করেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সিরাজ বলেন, ‘আমরা গণতন্ত্র শিখেছি আওয়ামী লীগের কাছে। এখানে আছেন তোফায়েল আহমেদ। ছাত্রজীবনে আমরা তার বক্তব্য শুনতে যেতাম। আজ সেই আওয়ামী লীগ কোথায়? এটা কী বাকশাল? বর্তমান আওয়ামী লীগ- বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নয়। এটা অচেনা আওয়ামী লীগ।’

রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে বিএনপির জি এম সিরাজ বলেন, ‘ব্যক্তিগতভাবে রাষ্ট্রপতিকে শ্রদ্ধা করি। নিয়ন্ত্রণের মধ্যে ভাষণ দিতে হয়েছে। বর্তমানে গণতন্ত্রের অনুপস্থিতি, আইনের শাসন, উন্নয়নের নামে লুটপাটের চিত্র তুলে ধরতে পারেননি। এজন্য ধন্যবাদ জানাতে পারছি না বলে দুঃখিত।’

তিনি বলেন, ‘যে আওয়ামী লীগের লীগের ইতিহাস গণতন্ত্রের, মুক্তিযুদ্ধের, স্বাধীনতার ইতিহাস সেই আওয়ামী লীগ আজ গণতন্ত্রের কবর রচনা করেছে। বর্তমান সরকার ভোট থেকে দূরে সরে গেছে। জনগণ ভোট দেখে ভয় পায়। কোনওভাবেই জনগণের আস্থায় আসতে পারেনি। ঢাকা সিটি নির্বাচন সরকারের ইচ্ছায় হয়েছে। জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি। দিনের বেলায় ইভিএমে ভোট ডাকাতি করেছে। ইসির ওপর মানুষের কোনও আস্থা নেই।

তিনি বলেন, ব্যাংক ও শেয়ারবাজারে দুর্নীতি-লুটপাট চলছে। অর্থমন্ত্রী বাঁশি বাজাচ্ছেন। উন্নয়নের ঢোল বাজাচ্ছেন। ঋণের নামে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে। শেয়ারবাজার থেকে লাখ লাখ কোটি টাকা লুট হয়েছে। বিদেশে টাকা পাচার হচ্ছে।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ