X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মানবিক কারণে খালেদা জিয়ার মুক্তি দাবি বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩১আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২২:১১

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ আবারও মানবিক কারণে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির দাবি জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা আশা করবো, মানবিক কারণে জনগণের দাবিকে সম্মান করে সরকার  অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দেবে।’ শনিবার(১৫ ফেব্রুয়ারি) নয়াপল্টনে আয়োজিত  বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। 

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বেলা ২ টায় নয়াপল্টন থেকে শুরু করে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল করার কথা ছিল বিএনপির। কিন্তু পুলিশের বাধার কারণে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করতে না পেরে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে করেন।

এর আগে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং গত ১১ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বোন সেলিমা ইসলামও সম্পূর্ণ মানবিক কারণে তাকে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। 

মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া  সারাজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন।  আজ ২ বছর ৭ দিন তাকে বিনা অপরাধে আটকে রাখা হয়েছে। তিনি খুব অসুস্থ। আমরা বারবার তার মুক্তি দাবি করেছি। জামিন চেয়েছি। তার চিকিৎসার দাবি জানিয়েছি। আমরা সরকারের কাছে থেকে কোনও  সাড়া পাইনি।’   

বিএনপির মহাসচিব বলেন, ‘আজকের বেআইনি সরকার  দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু করার জন্য নির্যাতন-নিপীড়নকে বেছে নিয়েছে। আমাদের অসংখ্যা নেতাকর্মীকে তারা খুন, গুম করেছে।’   তিনি বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ছিল আমাদের পূর্বঘোষিত কর্মসূচি। কিন্তু সেই কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। পুলিশ সকাল থেকেই এই অঞ্চলে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করেছে। কার্যালয়ের সামনে বাধা দিয়েছে। ফজলুল হক মিলনসহ ১০-১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।’

সমাবেশে শেষে নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা কোনও সুযোগ দিতে চাই না।  দয়া করে শান্তিপূর্ণভাবে ঘরে যাবেন। আর পরবর্তী কর্মসূচি পরে ঘোষণা করবো।’

শিগগিরই খালেদা জিয়াকে মুক্ত করার আশা প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আজ নেতাকর্মীদের মধ্যে যে সাহস দেখেছি, এভাবে যদি আপনারা রাস্তায় থাকেন, তাহলে অচিরেই তাকে মুক্ত করতে পারবো।’ 

দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘আমাদের বুকে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। গুলি, গুম, হত্যা করে প্রতিবাদ দমানো যাবে না। যেকোনও প্রক্রিয়া নেতাকর্মীরা সফল হবেন। এবার খালেদা জিয়াকে মুক্ত করেই ছাড়বো।’

সরকার বিচার বিভাগকে প্রভাবিত করে খালেদা জিয়ার ন্যায পাওয়ানা জামিনকে বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। তিনি বলেন, ‘তাকে মুক্ত করে আমরা আবারও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করবো।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান হোসেল প্রমুখ।

/এএইচআর/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া