X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

খালেদা জিয়ার কিছু হলে দায় সবাইকে নিতে হবে: নজরুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০৮

খালেদা জিয়ার কিছু হলে দায় সবাইকে নিতে হবে: নজরুল ইসলাম বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘খালেদা জিয়া কোনও অপরাধ করেননি। তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়াটা অমানবিক অপরাধ। এ অপরাধের দায় শুধু সরকারের না বাংলাদেশের মানুষকেও নিতে হবে। কারণ বাংলাদেশ আমাদের সবার।’

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভেতরে তিনি এসব কথা বলেন। এর আগে প্রেস ক্লাবের সামনে শ্রমিক দল এক মানবন্ধনের আয়োজন করে। সেখানে পুলিশ দাঁড়াতে না দেওয়ায় ভেতরেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি।

নজরুল ইসলাম বলেন, ‘বিএনপি চেয়ারপারসন গুরুতর অসুস্থ। আমরা এর জন্য মানববন্ধন করতে চেয়েছিলাম। এছাড়া আমাদের আরেকটি উদ্দেশ্য ছিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ।’

নজরুল ইসলাম আরও বলেন, ‘আমাদেরকে বাইরে মানববন্ধন করতে দেওয়া হয়নি। বলা হয়েছে, সরকারের নিষেধ এখানে কোনও প্রোগ্রাম করা যাবে না। আমরা আইন অমান্য করে আন্দোলনের কোনও সিদ্ধান্ত নেইনি।  আমরা আইন অমান্য করতে চাই না। আমরা সে জন্য সিদ্ধান্ত নিয়েছি আজকের এ সভা পরবর্তী কোনও এক সময় পালন করবো।’

বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির এই সদস্য বলেন, ‘আজকে আমরা শুধু এ দাবি করতে চাই,  খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক এবং জনগণের ভোগান্তি নিরসনে দ্রব্যমূল্যের  ঊর্ধ্বগতি প্রতিরোধ করা হোক।’

নজরুল ইসলাম বলেন, ‘মানব্বন্ধনে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসার কথা ছিল,  আব্দুল্লাহ আল নোমানের আসার কথা ছিল, তারা কাছাকাছি আসার পর বলে দিতে হয়েছে এখানে প্রোগ্রাম করা সম্ভব হচ্ছে না। তারা সে জন্য ফিরে গেছে।’

এ সময় বিএন‌পির যুগ্ন মহাস‌চিব হা‌বিবুন উন ন‌বি খান সোহেল,  শ্রমিক দলের সভাপ‌তি আনোয়ার হোসেন ও শ্রমিক দলের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

/এসও/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!