X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নরেন্দ্র মোদির সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধে ঐক্য গড়ে তুলুন: সাকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৬

 

সমাবেশে বক্তব্য রাখছেন জোনায়েদ সাকি

ভারত সরকারের সাম্প্রদায়িক নীতি, হামলা ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে নিন্দা জানাতে হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘নরেন্দ্র মোদি ও তার দলের উগ্র সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধে পুরো দক্ষিণ এশিয়ার মানুষদের ঐক্য গড়ে তুলতে হবে।’

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। ‘দিল্লিতে বিজেপি ও আরএসএস -এর সাম্প্রদায়িক সহিংসা ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল’ এর আয়োজন করে গণসংহতি আন্দোলন।

জোনায়েদ সাকি বলেন, ‘ভারতের বিজেপি সরকার ও তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  এনআরসি ও সিএএ আইন সংশোধন করে নতুন নাগরিক পঞ্জি করার যে নীতি গ্রহণ করেছেন, তা মুসলিম সম্প্রদায়কে টার্গেট করেই। তার বিরুদ্ধে ভারতের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মের বিরাট অংশের মানুষ প্রতিবাদ করছেন। ভারত সরকার প্রতিবাদকে আমলে নিয়ে নীতি বদলানোর পদক্ষেপ না নিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঘোষণা দিয়ে মুসলিম জনগণের ওপর হামলে পড়েছে। এই সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধে ভারতে যারা লড়াই করছেন, আমরা তাদের সঙ্গে সংহতি জানাচ্ছি। আমাদের দেশসহ পুরো দক্ষিণ এশিয়াই এর বিরুদ্ধে লড়াই গড়ে তুলতে হবে।’

সাকি বলেন, ‘বাংলাদেশ সরকারের এখন কর্তব্য হচ্ছে ভারত সরকারের এই সাম্প্রদায়িক নীতি, হামলা ও হত্যাযজ্ঞের নিন্দা জানানো। তার (মোদির) বিরুদ্ধে স্পষ্ট ঘোষণা দিয়ে দাঁড়ানো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমাদের সরকার— যারা বিনা ভোটে মানুষের সম্মতি ছাড়া রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে ক্ষমতা দখল করে আছে, তারা নরেন্দ্র মোদির সরকারের তাবেদারি করছে। শুধু যে তাবেদারি করছে তা-ই নয়, তাকে ডেকে এনে মুজিববর্ষের অলঙ্কার হিসেবে হাজির করছেন।’

মুজিববর্ষ রাষ্ট্রীয় অর্থায়নে ও রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে বলে দাবি করে গণসংহতি আন্দোলনের শীর্ষ নেতা বলেন, ‘ভারতে যিনি সাম্প্রদায়িক কসাই হিসেবে পরিচিতি লাভ করেছেন,‘মুজিববর্ষের অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না।’

সমাবেশে আরও  উপস্থিত ছিলেন— গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী (ভারপ্রাপ্ত)আবুল হাসান রুবেল,  কেন্দ্রীয় সংগঠক সৈকত মল্লিক, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, ঢাকা মহানগর কমিটির সম্পাদক মনিরুল হুদা বাবন, কেন্দ্রীয় সংগঠক আলিফ দেওয়ান, বেলায়েত শিকদার প্রমুখ।

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া