X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘ত্যাগীদের খুঁজে বের করে সম্মানিত করছেন প্রধানমন্ত্রী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২০, ১৯:৪৭আপডেট : ০৩ মার্চ ২০২০, ১৯:৫১

 ত্যাগী নেতাকর্মীদের প্রতি দলের সভাপতি শেখ হাসিনা খুবই আন্তরিক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেন, দলের দুর্দিনে যারা ত্যাগ স্বীকার করেছেন এবং বঙ্গবন্ধুর সহচর বা স্নেহধন্য, তাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক। তিনি ত্যাগী নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যদের খুঁজে বের করে সম্মানিত করছেন।

মঙ্গলবার (৩ মার্চ) সিলেটে ‘মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত আব্দুল জব্বারের জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আব্দুল জব্বারের মতো সৎ, নির্ভিক, কর্মীবান্ধব ও নিঃস্বার্থ একজন কর্মীকে মরণোত্তর একুশে পদক দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মানিত করেছেন। আব্দুল জব্বার রাজনীতি করেছেন লোভ-লালসার ঊর্দ্ধে থেকে, তিনি ছিলেন গণমানুষের নেতা।

মন্ত্রী আরও বলেন, আব্দুল জব্বার ছিলেন একজন খাঁটি কৃষক। কৃষিকাজের পাশাপাশি ১৯৫৭ সালে তিনি কিশোর বয়সে রাজনীতিতে যোগ দেন। বঙ্গবন্ধুর স্নেহধন্য এই নেতা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আওয়ামী লীগকে সু-সংগঠিত করতে কাজ করে গেছেন। যিনি ১৯ বছর বয়সে কুলাউড়া উপজেলার প্রতিষ্ঠাতা সম্পাদক হন এবং এই পদে থেকেই তিনি মৃত্যুবরণ করেন।

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ফজলুর রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সিলেট বিএনএ’র সভাপতি অধ্যাপক রুকন উদ্দিন, ছাতক উপজেলার চেয়ারম্যান ফজলুর রহমান, কানাইঘাট উপজেলা চেয়ারম্যান মোমিন চৌধুরী প্রমুখ।

আবদুল জব্বার (১৯৪৫-১৯৯২) ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশ সরকারে তাকে ২০২০ সালে মরণোত্তর একুশে পদক প্রদান করে।


আরও পড়ুন:
মোদির সফরের যারা বিরোধিতা করছেন সেটা তাদের নিজস্ব ব্যাপার: পররাষ্ট্রমন্ত্রী

/এমএইচবি/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আনসারুল্লাহ বাংলা টিমের’ এক সদস্য গ্রেফতার
‘আনসারুল্লাহ বাংলা টিমের’ এক সদস্য গ্রেফতার
বিশ্বসাহিত্যের খবর
বিশ্বসাহিত্যের খবর
দেশজুড়ে এমপিরাজ শুরু হয়েছে: রিজভী
দেশজুড়ে এমপিরাজ শুরু হয়েছে: রিজভী
স্কুল ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের