X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘করোনা ভাইরাস বিশ্বে আতঙ্ক তৈরি করলেও বাংলাদেশে সিন্ডিকেট সৃষ্টি করেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২০, ২২:১৫আপডেট : ১০ মার্চ ২০২০, ২২:১৫

‘করোনা ভাইরাস বিশ্বে আতঙ্ক তৈরি করলেও বাংলাদেশে সিন্ডিকেট সৃষ্টি করেছে’

করোনা ভাইরাস বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করলেও বাংলাদেশে সিন্ডিকেট সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি। মঙ্গলবার (১০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে গণতন্ত্র পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, ‘আমি বুঝি না বাংলাদেশ সবক্ষেত্রেই সিন্ডিকেট পরিচালনা করে কে? পেঁয়াজের দাম বাড়লে বাণিজ্যমন্ত্রী বলেন, সিন্ডিকেটের কারসাজি, পেট্রোলের দাম বাড়লে হয়তো জ্বালানিমন্ত্রী বলেন সিন্ডিকেট। যখন দেশের কৃষক ধানের দাম পায় না, তখন কৃষিমন্ত্রী বলেন এটা সিন্ডিকেট। আমার জিজ্ঞাসা মুজিব শতবর্ষে দাঁড়িয়ে বাংলাদেশ এখন সিন্ডিকেটের বাংলাদেশ হয়ে গেছে কিনা?’

তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে যে অনুষ্ঠানমালা সাজানো হয়েছিল, করোনা ভাইরাসের কারণে তা কিছুটা সীমিত করা হয়েছে। এর ফলে অনেকে হতাশাগ্রস্ত হয়েছেন, অনেকে আতঙ্কগ্রস্ত হয়েছেন, আবার কেউ কেউ হয়তো সন্তুষ্টিও প্রকাশ করেছেন। কিন্তু এতে মুজিব শতবর্ষ উদযাপনের তাৎপর্য কমে গেছে বলে আমি মনে করি না।’

সিন্ডিকেট প্রসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবের বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ পরবর্তীকালে বক্তৃতাগুলো যদি অনুসরণ করি, তাহলে আমরা দেখবো তার এই সংগ্রাম ছিল সিন্ডিকেটের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে। জীবনের সর্বোচ্চ জায়গায় দাঁড়িয়ে তাকে এ সকলের বিরুদ্ধে কথা বলতে হয়েছে।’

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোজাফফর হোসেন পল্টু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক ডা. শহিদুল্লাহ শিকদার এবং গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদত হোসেন প্রমুখ।

 

/এইচএন/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ বিষয়ে যা বলছে ইউনূস সেন্টার
ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ বিষয়ে যা বলছে ইউনূস সেন্টার
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে