X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

করোনা নিয়ে দায়িত্বশীল ভূমিকা রাখছে বিএনপি: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২০, ১৩:২৮আপডেট : ১২ মার্চ ২০২০, ১৪:২৭

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুল

করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিয়ে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে ভূমিকা রাখছে বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা দলীয়ভাবে সংবাদ সম্মেলন করে বলেছিলাম, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সরকার এ বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেনি। আজকে (বৃস্পতিবার) আমি পত্রিকায় দেখলাম, আমেরিকাতে সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। সারাবিশ্বে করোনাকে মহামারী হিসেবে ঘোষণা করা হয়েছে। ভারত নতুন করে ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। সারাবিশ্বই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে।’

বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির মহাসচিব। এদিন সকাল থেকে করোনা ভাইরাস নিয়ে জনসচেতনতা তৈরিতে দলের পক্ষ থেকে লিফলেট বিতরণ শুরু করেন ফখরুল ইসলাম আলমগীর।

করোনা ভাইরাস সম্পর্কে বিএনপির মহাসচিব বলেন, ‘এটা একটা মহামারী, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। সেই রাজনীতি নেই বলেই সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিতে পারবো না?’ বলে প্রশ্ন রাখেন ফখরুল। তিনি বলেন, ‘আমরা এখানে রাজনীতি করছি না। আমরা পুরোপুরিভাবে আমাদের দায়িত্ব পালন করছি। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সেই দায়িত্ব আমরা পালন করছি।’

সেই দায়িত্বের অংশ হিসেবেই করোনা ভাইরাস মোকাবিলায় লিফলেট বিতরণ করা হয়েছে, বলে জানান বিএনপির মহাসচিব। তিনি এও জানান, সারাদেশেই বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হচ্ছে। সারাদেশের সব শাখাগুলোকে বলে দিয়েছি, তারা সজাগ থাকবে এবং আক্রান্ত মানুষদের পাশে গিয়ে দাঁড়াবে।

করোনা ভাইরাস নিয়ে সামগ্রিক পরিস্থিতির সমালোচনা করেন ফখরুল। তিনি বলেন, ‘বিমানবন্দরে স্ক্রিনিংয়ের ব্যবস্থা এত অপর্যাপ্ত যে, চিনা রাষ্ট্রদূতকে পর্যন্ত বলতে হয়েছে, এখানে স্ক্রিনিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা নেই। চিকিৎসাকেন্দ্রগুলোতে পর্যান্ত সুযোগ-সুবিধা সৃষ্টি করা হয়নি। এটা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। বরং আমরা বলছি যে, সরকার অনেক দেরি করে করোনা নিয়ে কাজ শুরু করেছে। এর কারণ হচ্ছে— রাজনৈতিক কারণে, বর্ষ পালনের কারণে নজর দিতে পারেনি। আমাদের দেশসহ পৃথিবীতেই এই বিষয়টি নিয়ে খুব ভালো ধারণা নেই। যার ফলে এই সমস্যাকে নতুনভাবে দেখতে হবে।’

‘উন্নয়নের ডামাডোল বাজানো হলেও স্বাস্থ্য সেক্টর এতই দুর্বল, এতই অব্যবস্থাপনা সেখানে, সাধারণ মানুষ কখনও তার চাহিদা মতো স্বাস্থ্যসেবা পাচ্ছে না। এমনকি সরকারি হাসপাতালগুলোতেও করোনা মোকাবিলায় প্রস্তুতি অপর্যাপ্ত’ বলে মন্তব্য করেন ফখরুল।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ‘ব্যাংকের ছাতার মতো বেসরকারিভাবে মেডিক্যাল কলেজ তৈরি হয়েছে। সত্যিকার অর্থে চিকিৎসক তৈরি হচ্ছে না। সরকারি হাসপাতালগুলোতে চরম অব্যবস্থাপনা, এটা কখনোই সভ্য গণতান্ত্রিক দেশে  হয় না। যেহেতু সরকার জোর করে ক্ষমতায় এসেছে, জনগণের কাছে তাদের  কোনও জবাবদিহিতা নেই।’

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপির মহাসচিব বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির বিষয়টি একটি গণদাবি। দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি দেওয়া জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে।’ তিনি জানান, গতকাল (বুধবার, ১০ মার্চ) রাতে হিউম্যান রাইটসের ওপর মার্কিন এক প্রতিবেদনে বলা হয়েছে, জুডিশিয়ালি খালেদা জিয়ার মামলাটি ত্রুটিহীন নয়। বলা হয়েছে, তার মুক্তির বিষয়টি রাজনৈতিক কারণেই বিলম্বিত করা হচ্ছে।’   

তিনি বলেন, ‘আমরা মানবিক দাবি করছি, প্রত্যেক নাগরিকের অধিকার আছে বন্দি থাকা অবস্থায় তার চিকিৎসা পাওয়ার এবং জামিন পাওয়ারও অধিকার আছে। আমরা তো আইনের মধ্যে থেকেই জামিন চেয়েছি। আমরা আবারও বলছি— সম্পূর্ণ মানবিক কারণে গণতন্ত্রের জন্য সংগ্রামী, তিন বারের প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধে যার অবদান রয়েছে, তাকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক।’

লিফলেট বিতরণে বিএনপির মহাসচিবের সঙ্গে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া