X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ঘোষণার আগেই ফল প্রত্যাখ্যান করলেন বিএনপির প্রার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২০, ১৮:৪৪আপডেট : ২১ মার্চ ২০২০, ১৯:৩৭

ঘোষণার আগেই ফল প্রত্যাখ্যান করলেন বিএনপির প্রার্থী

ঢাকা-১০ সংসদীয় আসনের উপনির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রবিউল ইসলাম। একইসঙ্গে নির্বাচনি ব্যবস্থা সংস্কার করে এই আসনে পুনরায় ভোট নেওয়ার দাবি জানান তিনি। শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় ভোটগ্রহণ শেষে রাজধানীর বাংলামোটরের প্রধান নির্বাচনী কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রবিউলের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের আধিপত্য বিস্তার, দখল ও কেন্দ্রে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির কারণে মানুষ ভোট বিমুখ হয়েছে। যে নির্বাচনে মানুষ ভোট দিতে পারলো না সে নির্বাচনে আমার দল বিএনপি এবং আমি বর্জন করছি। ফল প্রত্যাখ্যান করে আমরা নতুন নির্বাচনের দাবি জানাচ্ছি।
নির্বাচনি ফল ঘোষণা করা হয়নি, নির্বাচনে যদি বিজয়ী হন তবে ফল মেনে নেবেন কিনা—এমন প্রশ্নের জবাবে রবিউল আলম বলেন, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারলো না সেখানে আমাকে বিজয়ী করা হবে একটা নাটক। জনগণ যেখানে ভোট দেওয়ার সুযোগ পায়নি, সেই ফলও প্রত্যাখ্যান করবো।
নির্বাচনে ৩৬টি কেন্দ্র পরিদর্শনের অভিজ্ঞতার কথা জানিয়ে বিএনপির প্রার্থী বলেন, আমি বেলা সাড়ে ৩টা পর্যন্ত কেন্দ্রগুলো ঘুরেছি। কোনও কোনও কেন্দ্রে ১০ থেকে ১৩টি ভোট কাস্টিং হতে দেখেছি। ভোটার উপস্থিতি খুবই কম। অনেক কেন্দ্রের আশপাশে ৪ থেকে ৫শ লোক দেখেছি। তারা যদি ভোটার হতো তাহলে তো ভোট দিত। খোঁজ নিয়ে জেনেছি, সবাই বহিরাগত। আওয়ামী লীগ প্রার্থী তাদের বাহির থেকে কেন্দ্র দখল করতে এনেছে।
তিনি আরও বলেন, অনেক কেন্দ্রে ৫ জন করে নৌকার এজেন্ট দেখেছি। কিন্তু ওই কেন্দ্রে কোনও ভোট পড়েনি। তাদের সবাইকে বাইরে থেকে এনে এজেন্ট দেওয়া হয়েছে।
নির্বাচনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রবি বলেন, তারা নিজেরাই আওয়ামী লীগ সেজে গেছে। আবার এরমধ্যে কিছু ভালো অফিসার আছে। তারা কিছুটা নিরপেক্ষ ভূমিকা রাখার চেষ্টা করেছে। আওয়ামী লীগ, নির্বাচন কমিশন ও প্রশাসন একাকার হয়ে গেছে। সকাল সাড়ে ৯টার মধ্যে আমাদের সব এজেন্টকে বের করে দেওয়া হয়।

/এএইচআর/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন