X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সাধারণ রোগীরা হাসপাতালে গিয়ে চিকিৎসা পাচ্ছে না: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২০, ২০:২২আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২০:২৩

সাধারণ রোগীরা হাসপাতালে গিয়ে চিকিৎসা পাচ্ছে না: জিএম কাদের সাধারণ রোগীরা সর্দি, কাশি ও জ্বর নিয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসা পাচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

বুধবার (১ এপ্রিল) পুরান ঢাকার লালবাগ, বাংলাবাজার ও নাজিমউদ্দিন রোডের বিভিন্ন স্থানে দুস্থ ও অসহায় পথচারীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি। জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক তারেক আহমেদ আদেলের ব্যবস্থাপনায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে না বলে দাবি করে জিএম কাদের বলেন, ‘এটা খুবই দুঃখজনক। অনেক ডাক্তার সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত রোগীদের কলে আসছেন না, বা রোগীদের দেখতে চাচ্ছেন না— এটা একেবারেই অমানবিক।’

সরকারের দৃষ্টি আকর্ষণ করে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘কোনও রোগীই যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়, তা সবাইকে খেয়াল রাখতে হবে। চিকিৎসকদের প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম দিতে হবে।’

জিএম কাদের আরও বলেন, ‘সরকারিভাবে দুস্থ ও অসহায় মানুষের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কিন্তু তারপরও অনেক জায়গায় অসহায় মানুষেরা ত্রাণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। যতটুকু প্রয়োজন ততটা পাচ্ছে না। আবার অনেকেই বেকার হয়ে পড়েছে। তাদের অন্যকোনও উপায় নেই। তাই বর্তমান বাস্তবতায় ত্রাণ বিতরণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে।’

অসহায় মানুষের সাধ্য মতো সহায়তা করতে জাতীয় পার্টির নেতা-কর্মীদের আহ্বান জানান গোলাম কাদের।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহাজাদা, প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম প্রমুখ।

 

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো