X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বামজোটের সর্বদলীয় সভায় যোগ দিতে পারে বিএনপি, আওয়ামী লীগের ‘না’

সালমান তারেক শাকিল
১১ এপ্রিল ২০২০, ২২:০৪আপডেট : ১১ এপ্রিল ২০২০, ২৩:৩০

 

বাম গণতান্ত্রিক জোটের নেতারা (ফাইল ফটো)

করোনাভাইরাস মোকাবিলায় পরামর্শের লক্ষ্যে আগামী সোমবার  (১৩ এপ্রিল)  সর্বদলীয় সভায় অংশগ্রহণ করতে আওয়ামী লীগ, বিএনপিসহ দল দুটির নেতৃত্বাধীন একাধিক জোটের শরিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। তবে আমন্ত্রণ করা হয়নি মুক্তিযুদ্ধের সময় বিরোধিতাকারী ও ধর্মভিত্তিক দলগুলো।  সভায় বিএনপির যোগ দেওয়ার সম্ভাবনা থাকলেও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ অংশগ্রহণ করছে না। সংশ্লিষ্ট দল ও জোটের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

এ বিষয়ে শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বামজোটের ডাকা সর্বদলীয় সভায় ১৪ দলভুক্ত সব দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা জানিয়েছেন, পার্টির মধ্যে আলোচনা করে জানাবে। জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দলগুলোকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি। বিএনপি, গণফোরাম, জেএসডি, নাগরিক ঐক্যকে আমরা জানিয়েছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দাওয়াত দিয়েছি। তিনি ব্যক্তিগতভাবে অনেক ইতিবাচক। তিনি জানিয়েছেন তার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ অন্যান্য নেতাদের সঙ্গে কথা বলে জানাবেন।’

করোনাভাইরাস সংকট মোকাবিলায় করণীয় নির্ধারণ ও সমন্বিত জাতীয় উদ্যোগ গ্রহণে সব বাম-গণতান্ত্রিক রাজনৈতিক দলকে নিয়ে সভাটি সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় সেগুনবাগিচাস্থ স্বাধীনতা হলে অনুষ্ঠিত হওয়ার কথা। পরিস্থিতির কারণে সিনিয়র নেতারা অনলাইনে বক্তব্য দেবেন বলে জানান জোটের একাধিক নেতা।

জোটের পক্ষ থেকে বলা হচ্ছিলো, বৈশ্বিক মহামারি করোনার সংক্রমণ পৃথিবীর কোনও দেশের সরকারের পক্ষে এককভাবে মোকাবিলা করা সম্ভব হচ্ছে না। এমনকি কোনও দেশ এককভাবেও এ সংকট মোকাবিলা করতে পারবে না, এজন্য পারস্পরিক সহায়তা প্রয়োজন বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মত দিয়েছে। ফলে আমাদের দেশেও সরকার বা সরকারি দলের একার পক্ষে এ সংকট মোকাবিলা সম্ভব নয়, এ কারণে আমরা শুরু থেকেই এ পরিস্থিতিকে ‘জাতীয় দুর্যোগ’ ঘোষণা করে সব রাজনৈতিক দল, সামাজিক শক্তি, চিকিৎসক, বিজ্ঞানী-বিশেষজ্ঞদের ঐক্যবদ্ধ করে সমন্বিত জাতীয় উদ্যোগ নিতে  প্রতি আহ্বান জানিয়ে আসছি। কিন্তু সরকার এখনও আমাদের আহ্বানে সাড়া না দেওয়ায় পরিস্থিতি ক্রমাগত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

বাম জোটের একাধিক নেতা জানান, সর্বদলীয় সভায় অংশ নিতে ক্ষমতাসীন দলের নেতা ও ১৪ দলীয় জোটের সমন্বয়ক মো. নাসিমকে আমন্ত্রণ জানান সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও বাসদ (একাংশ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোনে আমন্ত্রণ জানান মুজাহিদুল ইসলাম, বামজোটের দুই সাবেক সমন্বয়ক সাইফুল হক ও জোনায়েদ সাকি।

জোটের শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘করোনা পরিস্থিতি মোকাবিলায় বামজোটের সর্বদলীয় সভার বিষয়টিকে রাজনৈতিক দলগুলো ইতিবাচকভাবে নিয়েছে। আমরা আশা করছি জাতির এই সংকটে রাজনৈতিক নেতারা দিশা তৈরি করতে সক্ষম হবেন। বিশেষ করে এই করোনা পরিস্থিতি কোনও দলের এককভাবে মোকাবিলার কিছু নয়, এটা এখন বৈশ্বিক সমস্যা।’

জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তারা আমাদের সঙ্গে কথা বলেছেন। আমরা তাদের আমন্ত্রণ নিয়ে পার্টি লেভেলে কথা বলছি। করোনা পরিস্থিতির শুরু থেকে আমরা সর্বদলীয় উদ্যোগের বিষয়ে দাবি করে আসছি। আমরা আমন্ত্রণ পেয়েছি, এটা পরিষ্কার করছি।’

 

আমন্ত্রণ পাওয়ার কথা জানিয়ে ১৪ দলীয় জোটের সমন্বয়ক মো. নাসিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা সম্ভব না। আমরা যাবো না। এটা তো বামজোটের ব্যাপার। তারা করবে। আমরা সব সময় বিশ্বাস করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই করোনাভাইরাস প্রতিরোধের জন্য সর্বাত্মক লড়াই চলছে। আমরা নেত্রীর নেতৃত্বে কাজ করে যাচ্ছি। তবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি মনে করেন, কখনো সর্বদলীয় সভা ডাকার প্রয়োজন, তখন আমরা সেখানে থাকবো। এটা তিনিই বিবেচনা করবেন।’

মো. নাসিম বলেন, ‘আমি মনে করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ মানসিকতা দিয়ে পুরো পরিস্থিতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যে যার অবস্থান থেকে কাজ করছেন। এখানে আলাদা কিছু নেই। এখানে সবারই লক্ষ্য হওয়া উচিৎ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করা। করোনার বিরুদ্ধে লড়াই করতে তিনি সর্বস্তরের মানুষকে আহ্বান জানিয়েছেন। জাতির উদ্দেশে দেওয়া ভাষণেও তিনি আহ্বান জানিয়েছেন। যার যার জায়গা থেকে সবাই কাজ করবে। এখানে সর্বদলীয় কিছু নেই, সারা জাতিকে তিনি আহ্বান জানিয়েছেন। ফলে, আমি মনে করি নেত্রীর আহ্বানে সাড়া দিয়ে সবারই কাজ করা উচিৎ।’

তবে বামজোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ অবশ্য আশাবাদী, তিনি বলেন, ‘সর্বদলীয় সভার বিষয়ে যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, সবাই খুব আন্তরিক এবং ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।’

বজলুর রশীদ ফিরোজ জানান, ইতোমধ্যে আওয়ামী লীগ ও বিএনপির দুই জোটের বাইরে বামদের যে জোট আছে, সেগুলোকেও সভায় যোগ দিতে আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে জাতীয় মুক্তি কাউন্সিল, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, বাসদ (মাহবুব), কমিউনিস্ট ইউনিয়ন, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী), ঐক্য ন্যাপ, জনসংহতি সমিতিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বজলুর রশীদ ফিরোজ বলেন, আগামীকাল কৃষক শ্রমিক জনতা লীগ, বিকল্প ধারা, এলডিপি ও সোনার বাংলা পার্টিকে দাওয়াত দেওয়া হবে। তবে আমাদের সর্বদলীয় সভায় ধর্মীয় ও সাম্প্রদায়িক কোনও দলকে দাওয়াত দেবো না।

আরও পড়ুন: করোনা: ‘সর্বদলীয় উদ্যোগের নেতৃত্বে প্রধানমন্ত্রীকেই চান’ জ্যেষ্ঠ রাজনীতিকরা

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা