X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ত্রাণ সহায়তা কার্যক্রমে সক্রিয় নেই ঢাকার এমপি প্রার্থীরা

আদিত্য রিমন
২০ এপ্রিল ২০২০, ০৩:৩০আপডেট : ২০ এপ্রিল ২০২০, ১৪:৫০

বিএনপি করোনাভাইরাসের প্রভাবে সৃষ্ট পরিস্থিতিতে ঢাকাসহ সারা দেশে বিভিন্ন ধরনের সহযোগিতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিএনপি। কিন্তু রাজধানীতে দলটির ত্রাণ সহায়তা ও সুরক্ষা সরঞ্জাম কার্যক্রমে সক্রিয় নেই গত সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দলের অধিকাংশ এমপি প্রার্থী। এজন্য দলের কেন্দ্রীয় নেতাদের সমন্বয়হীনতার অভাবকে দায়ী করছেন অনেকে। তবে হাতেগোনা কয়েকজন প্রার্থী স্বল্প পরিসরে নিজ উদ্যোগে ত্রাণ সহায়তা কার্যক্রম চালাচ্ছেন বলেও দলীয় সূত্রে জানা গেছে।

বিএনপি নেতারা বলছেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী বিএনপির এমপি প্রার্থীদের এবং সামর্থ্যবানদের প্রত্যেককে নিজ নিজ এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়াতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা রয়েছে। সেই অনুযায়ী দেশের অধিকাংশ জেলায় এমপি প্রার্থীরা এবং নেতারা নিজেদের সামর্থ্য অনুযায়ী ত্রাণ সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। রাজধানীতে প্রতিনিয়ত ত্রাণ সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে ঢাকা মহানগর বিএনপি ও দলের অঙ্গ-সহযোগী সংগঠন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কয়েকটি পেশাজীবী সংগঠন। কিন্তু ঢাকার ২০টি আসনের অধিকাংশ এমপি প্রার্থী অসহায়দের এই সহায়তা কার্যক্রমে অংশ নিচ্ছেন না। যে কয়েকজন অংশ নিয়েছেন, তাও খুবই সামান্য পরিসরে। দলের নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির অধিকাংশ নেতার বয়সের কারণে করোনাভাইরাসের স্বাস্থ্য ঝুঁকির জন্য বাসায় অবস্থান করছেন। ফলে এমপি প্রার্থীদের সক্রিয় না হওয়ার বিষয়টি সমন্বয় করা যাচ্ছে না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাসায় আছি। কোথাও যাই না। দলের এমপি প্রার্থী ও সামর্থ্যবানদের নিজ এলাকায় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে নির্দেশনা দেওয়া আছে। সেই অনুযায়ী নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন। আমাদের নির্দেশনা আছে ঘরে-ঘরে ত্রাণ পৌঁছে দেওয়ার। সেই কারণে অনেকে ত্রাণ দিয়ে ফটোসেশন করছেন না বলে হয়তো মনে হতে পারে কেউ জনগণের পাশে দাঁড়াচ্ছে না।'

তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, ‘করোনাভাইরাসের ঝুঁকির কারণে দলের সিনিয়র সব নেতা স্বেচ্ছায় নিজ বাসায় হোম কোয়ারেন্টিনে আছেন। ফলে ত্রাণ কার্যক্রম কেন্দ্রীয়ভাবে সমন্বয় করা যাচ্ছে না। তাই এমপি প্রার্থীরা অনেকে নীরব রয়েছেন। নিজ থেকেও মানুষের পাশে দাঁড়াচ্ছেন না এবং দলের সহায়তা কার্যক্রমেও অংশ নিচ্ছেন না। তবে এদের আসনে যারা আগামীতে নির্বাচন করতে আগ্রহী, তারা বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।’

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ঢাকার ২০টি আসনে যারা অংশ নিয়েছিলেন, তারা হলেন: ঢাকা-১ খোন্দকার আবু আসফাক, ঢাকা-২ ইকবাল ইবনে আমান, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ সালাহ উদ্দিন আহমেদ, ঢাকা- ৫ নবীউল্লাহ, ঢাকা-৬ সুব্রত চৌধুরী (ঐক্যফ্রন্ট), ঢাকা-৭ মোস্তাফা মহসীন মন্টু (ঐক্যফ্রন্ট), ঢাকা-৮ মির্জা আব্বাস, ঢাকা-৯ আফরোজা আব্বাস, ঢাকা-১০ আবদুল মান্নান, ঢাকা-১১ শামীম আরা বেগম, ঢাকা-১২ সাইফুল আলম নীরব, ঢাকা-১৩ আবদুস সালাম, ঢাকা-১৪ সৈয়দ আবু বকর সিদ্দিক, ঢাকা-১৫ ডা. শফিকুর রহমান (জামায়াত), ঢাকা-১৬ আহসান উল্লাহ হাসান, ঢাকা-১৭ আন্দালিব রহমান পার্থ (২০ দলীয় জোট), ঢাকা-১৮ শহীদ উদ্দিন স্বপন (ঐক্যফ্রন্ট), ঢাকা-১৯ দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন এবং ঢাকা-২০ তমিজ উদ্দিন।

দলটির সূত্রগুলো বলছে, ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপি থেকে মেয়র পদে নির্বাচনকারী ইশরাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল, বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ড্যাবের উদ্যোগে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এর বাইরে এমপি প্রার্থীদের মধ্যে গয়েশ্বর চন্দ্রের কেরানীগঞ্জ এলাকায় তার পক্ষ থেকে তার পুত্রবধূ বিএনপির নেত্রী নিপুণ রায় চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ শ্যামপুর এলাকা, দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন সাভার উপজেলায়, নবীউল্লাহ ডেমরা এলাকায় ও আবু বকর সিদ্দিক গাবতলী ও দারুসসালাম এলাকায় স্বল্প পরিসরে অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন। কিন্তু মির্জা আব্বাসের পরিবার ও ঢাকা-১৩ আবদুস সালাম, ঢাকা-১০ আসনের আবদুল মান্নানসহ বিএনপির অন্যান্য প্রার্থী এবং ফ্রন্টের প্রার্থীদের বিএনপির ত্রাণ বিতরণ কার্যক্রমে পাওয়া যাচ্ছে না।

ঢাকা-১১ আসনের শামীম আরা বেগমের স্বামী ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাউয়ুস বাংলা ট্রিবিউনকে বলেন, 'আমাদের সামর্থ্য অনুযায়ী বাড্ডায় মানুষের পাশে দাঁড়াচ্ছি। দিনের বেলা করতে গেলে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়, তাই রাতে আমরা বাড়িতে বাড়িতে সাহায্য পৌঁছে দিচ্ছি। আর মানুষও এখন খাবারের প্যাকেট নিতে লজ্জা পায়, তাই রমজানে মানুষকে নগদ টাকা দেওয়ার চিন্তা আছে।'

তিনি আরও বলেন, 'সরকার তো বিরোধীদের হামলা-মামলা করে বিধ্বস্ত করে দিয়েছে।'

ঢাকা-৬ আসনের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা তো ত্রাণ সহায়তা করেছি। আর এটা কোনও নির্দিষ্ট এলাকার বিষয় না। এছাড়া যারা এই কাজে অংশ নিচ্ছেন, তারাও স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছেন। কয়েকজন নেতাকর্মী নারায়ণগঞ্জে ইতোমধ্যে করোনায় আক্রান্তও হয়েছেন। ফলে এটা তো শুরু হয়েছে, বেচেঁ থাকলে করা যাবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, ‘ঢাকা-১৩ আসনের প্রার্থী আবদুস সালাম বর্তমানে আমেরিকায় আছেন। ঢাকা-১০-এর আবদুল মান্নান অসুস্থ এবং তার পরিবারের কেউ বিএনপির ত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছেন না।’

এ বিষয়ে আফরোজ আব্বাস বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘ঢাকা-৮ ও ৯ আসনের প্রায় ১০ হাজার অসহায় পরিবারকে সাহাস্য করেছি আমরা। দলীয় নেতাকর্মীদের দিয়ে আমরা এই সাহায্য দিয়েছি। নিজেরা উপস্থিত ছিলাম না। সামর্থ্য অনুযায়ী আগামীতেও সাহায্য করবো।’

মির্জা আব্বাসকে একাধিকবার ফোনও করলেও তিনি রিসিভ করেননি।

/এএইচআর/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)