X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

করোনা দুর্যোগে গোপালগঞ্জবাসীর পাশে শেখ নাঈম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২০, ০০:৪৮আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ০০:৫০

শেখ নাঈম

করোনাভাইরাস সংক্রমণজনিত দুর্যোগে গোপালগঞ্জবাসীর পাশে দাঁড়িয়েছেন যুবলীগের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার শেখ ফজলে নাঈম। স্থানীয় সংসদ সদস্য (গোপালগঞ্জ- ২) ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ছেলে শেখ নাঈম করোনা দুর্যোগে গোপালগঞ্জ সদর আসনের বিভিন্ন এলাকায় ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবে বুধবার (২২ এপ্রিল) পঞ্চম ধাপে জেলার সাত হাজার হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দিয়েছেন তিনি। শেখ নাঈমের পক্ষে স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের নেতারা এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, তেল ও সাবান। এর আগে গত ২২ মার্চ থেকে থেকে শেখ নাঈম বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মাধ্যমে ১২ হাজার অসহায়, অসচ্ছল ও করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেন।

এছাড়া বুধবার সকালে গোপালগঞ্জ হরিদাশপুর ইউনিয়নে ব্যারিস্টার শেখ নাঈমের উদ্যোগে করোনার কারণে ঘরবন্দি একশত মৎস্যজীবী পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। হরিদাসপুর গ্রামে মৎস্যজীবী মানুষের নিরাপদ দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবণ ও ১টি সাবান।

করোনা দুর্যোগে গোপালগঞ্জবাসীর পাশে শেখ নাঈম

এ বিষয়ে জানতে চাইলে ব্যারিস্টার শেখ ফজলে নাঈম বাংলা ট্রিবিউনকে বলেন, নিজের দায়িত্ববোধ থেকেই এই দুর্যোগের সময় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ব্যক্তিগত উদ্যোগে সামর্থ্য অনুযায়ী যতদূর পারি অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করছি। তিনি জানান, মার্চের শেষদিক থেকে পর্যায়ক্রমে তিনি গরিবদের খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

দেশের সামর্থ্যবান ও বিত্তশালীদের প্রতি আহ্বান জানিয়ে এই যুবলীগ নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার করোনা মোকাবিলায় জনগণকে সহায়তাসহ যা যা করার তা করে যাচ্ছে। সাধারণ মানুষ হিসেবে আমাদেরও উচিৎ দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।  এই দুর্যোগকালে আপনার-আমার সহযোগিতায় দেশের দরিদ্র মানুষ খেয়ে পরে বেঁচে থাকতে পারবেন।

 

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি