X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বিএনপি মানুষের পাশে দাঁড়াচ্ছে দেখে আ.লীগের হিংসা হয়: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২০, ১৬:৫২আপডেট : ১৮ মে ২০২০, ১৬:৫৪

রুহুল কবির রিজভী করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের জন্য জাতীয়তাবাদী দল বিএনপি কাজ করে যাচ্ছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘বিএনপির মানুষের কল্যাণে কাজ করছে দেখে আওয়ামী লীগ সরকার হিংসায় মরে যাচ্ছে। এ কারণে আমাদের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার ও গুম করা হচ্ছে।’ সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর শংকর এলাকায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের তত্ত্বাবধানে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, এই ধরনের কর্মকাণ্ড কোনও সরকারের নিদর্শন হতে পারে না। যারা ফ্যাসিবাদী, স্বৈরাচার, মানুষের কথা শুনতে পারে না, তারা এ ধরনের জঘন্য কাজ করতে পারে।

৫০ লাখ মানুষকে আর্থিক সহায়তা কর্মকাণ্ডের প্রসঙ্গে টেনে রিজভী বলেন, এখানেও চলছে বাটপারি, ৪০ জনের টাকা যাবে একজনের বিকাশ নম্বরে। সেটা একজন মেম্বারের নম্বর। এখানেও গরিব ও অসহায় মানুষ বঞ্চিত, সব নেতাদের আত্মীয়-স্বজনের নাম। তাহলে যারা গরিব মানুষের টাকা চুরি করে আত্মসাৎ করে এরা কি মানুষ? এদের জনগণের প্রতি কোনও মায়া থাকতে পারে না। এদের মানুষের প্রতি কোনও দরদ নেই বলেই আজকের ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

শুধু আওয়ামী লীগ নয় ত্রাণ আত্মসাতে প্রশাসনের লোকও জড়িত বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, প্রশাসন মনে করে সরকারকে তারা ক্ষমতায় বসিয়েছে। আমরা যত চুরি, ডাকাতিই করি না কেন সরকার আমাদের কিছু বলবে না।

চিকিৎসা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে। রাস্তাঘাটে লাশ পড়ে থাকছে। ৯০ পার্সেন্ট হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার নাই। সরকার স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দিয়েছে। নেতাকর্মীদের পকেট ভারী করার জন্য তারা করেছে ফ্লাইওভার। তারা তৈরি করেছে ক্যাসিনো। তাদের নেতাদের অফিসে হাজার হাজার কোটি টাকা পাওয়া যায়।

 

/এএইচআর/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া