X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রুবানা হকের বক্তব্য রাজনৈতিক উসকানিমূলক: জাসদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২০, ২০:৩৫আপডেট : ০৫ জুন ২০২০, ২০:৫৮

জাতীয় সমাজতান্ত্রিক দল তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি রুবানা হকের শ্রমিক ছাঁটাই বিষয়ক বক্তব্যকে রাজনৈতিক দুরভিসন্ধি ও উসকানিমূলক মনে করছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। শুক্রবার (৫ জুন) গণমাধ্যমে পাঠানো সংগঠনটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার স্বাক্ষরিত বিবৃতিতে এমন মন্তব্য করা হয়।
জাসদ বলছে, ‘বৈশ্বিক ও জাতীয় দুর্যোগের মধ্যে কীভাবে শিল্প-কলকারখানা চলবে, শ্রমিকদের চাকরি ও জীবিকা রক্ষা হবে তা নিয়ে দেশে সরকারসহ অর্থনীতিবিদদের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা ও সম্প্রদায় সচেতন আছে। ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন সবাই। এমন পরিস্থিতিতে রুবানা হকের অসত্য বক্তব্য দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের হুমকি দেওয়া পরিস্থিতি ঘোলাটে করার রাজনৈতিক দুরভিসন্ধি ও উসকানি ছাড়া আর কিছুই না।’
দলটি উল্লেখ করেছে,  শ্রমিকদের বেতন দিতে যেন সুবিধা হয় সেজন্য সরকার পাঁচ হাজার কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেছে। ইউরোপীয় ইউনিয়ন ৪ হাজার ৯০০ কোটি টাকা অনুদান দিয়েছে। বাতিল হওয়া রফতানি কার্যাদেশ বৈদেশিক ক্রেতারা পুনর্বহাল করেছেন।
বিবৃতিতে দাবি করা হয়, ‘দুর্যোগকালে শ্রমিক ছাঁটাই করা যায় না। এ ব্যাপারে আইএলও কনভেনশনসহ সুনির্দিষ্ট আন্তর্জাতিক ও জাতীয় আইন আছে।’ 

জাসদ নেতাদের কথায়, ‘সরকারের সঙ্গে কোনও সমন্বয় ছাড়া রুবানা হকের যা ইচ্ছে তাই বলার কোনও এখতিয়ার নেই। বিজিএমইএ সভাপতি বা কারখানার মালিক হওয়া মানে শ্রমিক কিংবা দেশের মালিক হয়ে যাওয়া না। এর আগে সরকারের সঙ্গে কোনও সমন্বয় ছাড়া রুবানা হক নিজের ইচ্ছামতো কারখানা একবার খোলা এবং একবার বন্ধ করার ঘোষণা দিয়ে লাখ লাখ শ্রমিককে অবর্ণনীয় অমানবিক দুর্দশার মধ্যে ফেলেছিলেন। শ্রমিকদের নিয়ে রুবানা হকের ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে।’
দলটির অভিযোগ, ‘বছরের পর বছর ধরে সরকারি প্রণোদনা ও সব ধরনের সুযোগ-সুবিধা অগ্রাধিকার ভিত্তিতে ভোগ করার পরও শ্রমিকের বেতন-ভাতার প্রশ্ন এলেই নিজেদের ভিক্ষুক দাবি করে তৈরি পোশাক কারখানা মালিকরা। তারা বছরের পর বছর শ্রমিকের শ্রমে সীমাহীন সম্পদ-বিত্ত-বৈভবের মালিক হয়েছেন, দুই একটি ব্যতিক্রম ছাড়া তারা জাতীয় দুর্যোগে দেশের জনগণের প্রতি তো কোনও সামাজিক দায়িত্ব পালন করেনই না, শ্রমিকদের প্রতিও কোনও দায়িত্ব কাঁধে নেন না তারা। শ্রমিকদের সব দায়দায়িত্ব সরকারের ওপর চাপিয়ে দেওয়ার এই নির্লজ্জ অমানবিক আচরণ বন্ধ করতে হবে। ’

শ্রমিকদের নিয়ে মালিকদের ছিনিমিনি খেলার বিরুদ্ধে সরকারের সুনির্দিষ্ট বক্তব্য ও অবস্থানের দাবি জানানো হয় জাসদের বিবৃতিতে।
এ মাস থেকেই তৈরি পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাই শুরু হবে বলে জানান বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক। বৃহস্পতিবার (৪ জুন) ‘স্টেট অব দ্য আর্ট কোভিড-১৯ ল্যাব’ উদ্বোধন উপলক্ষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বাংলা ট্রিবিউনের এক প্রশ্নের জবাবে রুবানা হক বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বে ভোক্তাদের চাহিদা কমে যাচ্ছে। দেশের পোশাক কারখানার কাজও প্রায় ৫৫ শতাংশ কমেছে। এমন অবস্থায় জুন থেকেই শ্রমিক ছাঁটাই করা হবে। এ ব্যাপারে আমাদের মালিকদের কিছুই করার নেই।’
আরও পড়ুন-
পোশাক শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা মেনে নেওয়া যায় না: মান্না
জুন থেকেই শ্রমিক ছাঁটাই শুরু: রুবানা হক

 

/এইচএন/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা