X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইতিহাসের সবচেয়ে দুর্বল বাজেট: এবি পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২০, ২০:৫২আপডেট : ১২ জুন ২০২০, ২০:৫৬

এবি পার্টি

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ইতিহাসের সবচেয়ে দুর্বল বাজেট বলেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটি প্রস্তাবিত বাজেট নিয়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় জানিয়েছে, ‘একদিকে সর্বোচ্চ বাজেট ঘাটতি ৩৩ শতাংশ, ব্যাংকিং ব্যবস্থা হতে সর্বোচ্চ ঋণের প্রস্তাব ও বাস্তবিক দুর্বল ব্যাংকিং ব্যবস্থা এবং তথ্যভিত্তিক জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন না করায় প্রস্তাবিত বাজেট দেশের ইতিহাসের সবচেয়ে দুর্বল বাজেট। প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক অব্যবস্থাপনা ফুটে উঠেছে। বাজেটকে ঘিরে সর্বত্র জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠিত না হলে আগামীর বাংলাদেশে আর্থিক চরম বিশৃঙ্খলা দেখা দিতে পারে।’

শুক্রবার (১২ জুন) বিকালে এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মনজু দলের এই পর্যবেক্ষণ লিখিতভাবে জানান বাংলা ট্রিবিউনকে।

তিনি বলেন, ‘আমার বাংলাদেশ পার্টির ২০২০-২১ বর্ষের ঘোষিত বাজেট পরবর্তী প্রতিক্রিয়া জানিয়েছে। আমাদের দল মনে করে, ৩৩ শতাংশ ঘাটতি অর্থায়ন নিয়ে বাজেট শুধু অবাস্তব ও কল্পনাবিলাসীই নয়, প্রায় দুই লাখ কোটি টাকা ব্যাংক ও জনগণের কাছে সঞ্চয়পত্র বিক্রি করে ঋণ করলে বেসরকারি বিনিয়োগ চরমভাবে বাধগ্রস্ত হবে। এর পাশাপাশি অনুৎপাদনশীল খাতে ব্যয় বেড়ে মূল্যস্ফীতির ঝুঁকি বাড়াবে।’

প্রস্তাবিত অর্থবাজেটে জিডিপি প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে ৮.২ শতাংশ, বিষয়টিকে এবি পার্টি মনে করছে, ‘কল্পনাপ্রসূত এবং কোনোভাবেই বাস্তবভিত্তিক ও তথ্যনির্ভর নয়।’

সংগঠনটির দাবি, সামগ্রিক বেকারত্ব, উৎপাদন বন্ধ, রফতানি বাতিল ও হ্রাস তথা সামগ্রিক চাহিদা উল্লেখযোগ্য হারে হ্রাস বিবেচনায় না নিয়েই উক্ত প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে।

জামায়াত থেকে বহিষ্কৃত ও বেরিয়ে আসা নেতাকর্মীদের সমন্বয়ে গঠিত এবি পার্টির বাজেট প্রতিক্রিয়ায় আরও বলা হয়, একদিকে ব্যাংকের সুদের হার কমানো হয়েছে, আবার ব্যাংক জমার ওপর আবগারি শুল্ক আরোপ করা হয়েছে। এতে ব্যবসা বাধাগ্রস্ত হবে, মানুষের নীট আয় কমে যাবে। এতে সাধারণ মানুষ ব্যাংকে টাকা রাখতে ও লেনদেন করতে নিরুৎসাহিত হবেন।

মোবাইলফোন ও ইন্টারনেট সেবায় ক্রমবর্ধমান হারে ভ্যাট, সম্পূরক শুল্ক ও সারচার্জ জনগণের জীবন কঠিন করে তুলবে, বলে জানায় দলটি। প্রতিক্রিয়ায় বলা হয়, ‘মোবাইলে যোগাযোগ এখন কোনও বিলাসিতা নয়, অপরিহার্য প্রয়োজন।’

প্রতিক্রিয়ায় আরও বলা হয়, বাজেটে খাদ্যপণ্য হিসেবে পেঁয়াজের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। কিন্তু চাহিদার সম্পূর্ণ পেঁয়াজ দেশে উৎপাদিত হয় না। এই শুল্ক জনগণের ব্যয় জীবনযাত্রাকে কঠিন করে তুলবে। সামাজিক নিরাপত্তা খাতে ৯৫ হাজার ৫৭৪ কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। কিন্তু দলীয় দুর্নীতি এড়িয়ে কীভাবে তা সুবিধা বঞ্চিত প্রকৃত নাগরিকের হাতে পৌঁছানো হবে, অতীত অভিজ্ঞতার আলোকে তা স্পষ্ট নয়।

প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগ বেড়ে যাওয়ার প্রেক্ষিতে স্বাস্থ্য খাতে বাজেটের মাত্র ৫ শতাংশ বরাদ্দ এবং দুর্যোগ মোকাবিলায় গত বছরের তুলনায় বরাদ্দ কমিয়ে দেওয়া হতাশাজনক, বলে জানায় এবি পার্টি। সংগঠনটি এ খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি দুর্নীতি হ্রাসের দাবি জানায়।

/এসটিএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উন্নয়ন পক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
‘উন্নয়ন পক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা