X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

বাজেট প্রত্যাহার চায় সিপিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২০, ২১:০৪আপডেট : ১২ জুন ২০২০, ২১:২১

সিপিবি ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রত্যাহারের দাবি করেছে সিপিবি (কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ)। উত্থাপিত বাজেট প্রস্তাব প্রত্যাহার করে মুক্তিযুদ্ধের চেতনায় এবং চলমান করোনাকালীন বাস্তবতা বিবেচনায় স্বাস্থ্য-শিক্ষা-কৃষি-কর্মসংস্থানকে প্রাধান্য দিয়ে পুনরায় বাজেট প্রণয়নের আহ্বান জানিয়েছেন দলটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক মোহম্মদ শাহ আলম।

বৃহস্পতিবার (১১ জুন) বিকালে এক বিবৃতিতে একাদশ জাতীয় সংসদে বাজেট প্রস্তাবের পর প্রতিক্রিয়া জানায় সিপিবি। দলটি মনে করে, জাতীয় সংসদে উত্থাপিত বাজেট প্রস্তাব ৯৯ শতাংশ মানুষের স্বার্থবিরোধী, গতানুগতিক ও আমলাতান্ত্রিক। 

সিপিবির দুই শীর্ষ নেতা বলেন, ‘এই বাজেটে এক শতাংশ লুটেরা ধনীকের স্বার্থ সংরক্ষিত হবে। এই বাজেট গণবিরোধী।’

প্রসঙ্গত, গত ৯ জুন সিপিবির পক্ষ থেকে বাজেট সম্পর্কে প্রাথমিক প্রতিক্রিয়া জানানো হয়। সেখানে ২০২০-২১ অর্থবছরের বাজেটকে করোনা মহাবিপর্যয়কালে বিশেষ বিবেচনার বাজেট আখ্যায়িত করে এর অগ্রাধিকার নির্ণয়ের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছিল।

সিপিবির সভাপতি ও সাধারণ সম্পাদক প্রতিক্রিয়ায় বলেন, ‘অত্যন্ত পরিতাপের বিষয় হলো সরকার সিপিবিসহ দেশের আপামর মানুষের আকাঙ্ক্ষা পদদলিত করে এক শতাংশ মানুষের স্বার্থে আমলাতন্ত্রের সাজানো গতানুগতিক ধারার গরিব মারার বাজেট ঘোষণা করেছে।’

বিবৃতিতে বলা হয়, ‘এই অর্থের বেশির ভাগ খরচ হবে আগের ঋণ পরিশোধ, সিভিল-মিলিটারি প্রশাসনের রক্ষণাবেক্ষণ, বিলাস দ্রব্য আমদানি, অপচয়, দুর্নীতিসহ বিভিন্ন প্রকারের সিস্টেম লস, কর-রেয়াতের নামে ধনিক শ্রেণিকে বিশাল ভর্তুকি প্রদান ইত্যাদি কাজে। এর বাইরে ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ এবারও অব্যাহত রাখার মাধ্যমে অর্থনীতিতে লুটপাটের ধারা আরও জোরদার করার ব্যবস্থা করা হয়েছে।’

সিপিবির অভিযোগ, ধনীকে আরও ধনী এবং গরিবকে আরও গরিব করা, ধন-বৈষম্য ও শ্রেণি-বৈষম্য বৃদ্ধি করা, সামাজিক অস্থিরতা ও নৈরাজ্য বৃদ্ধি করা ইত্যাদি হবে এই বাজেটের ফলাফল। এই বাজেট জাতির অর্থনৈতিক-সামাজিক-রাজনৈতিক পরিমণ্ডলে নৈরাজ্য, অস্থিতিশীলতা ও নাজুকতা বাড়িয়ে তুলবে।

‘বাজেট গতবারের মতো এবারও অনির্ভরযোগ্য ও অবাস্তবায়নযোগ্য প্রস্তাবে পরিণত হয়েছে বলে মনে করে সিপিবি। দলটির পর্যবেক্ষণ, বাজেটের তথ্য-ভিত্তির বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধই রয়ে গেছে।'

এতে জানানো হয়, ‘প্রস্তাবিত বাজেটে জনকল্যাণমূলক পদক্ষেপের কথা বলা হয়েছে। আসলে সেগুলো প্রসাধনমূলক ও ধোকা দেয়ার উদ্দেশ্যে বলা। দলটির দাবি, সরকারের আন্তরিকতা এবং সেগুলো বাস্তবায়নে সক্ষমতা-যোগ্যতা নিয়ে মানুষের মনে সন্দেহ রয়ে গেছে।'

 

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
‘চাকরির পেছনে না ঘুরে নিজেই উদ্যোক্তা হোন’
‘চাকরির পেছনে না ঘুরে নিজেই উদ্যোক্তা হোন’
সর্বাধিক পঠিত
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি