X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

কল্যাণকর বাজেট আশা করেছিলাম: আমীর খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২০, ০০:৩০আপডেট : ১৩ জুন ২০২০, ০৪:৪৯

 

আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২০-২১ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের জন্য কল্যাণকর হবে বলে সরকারের কাছে আশা করেছিলেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘এই করোনা সংকটে মানুষের জন্য যে কল্যাণকর বাজেট আশা করেছিলাম, যে নতুন দর্শনের একটা বাজেট আশা করেছিলাম, বাজেটে কতগুলো সংস্কার থাকবে, কতগুলো ভাবনা থাকবে, সবকিছুই অ্যাবসেন্ট।’

শুক্রবার (১২ জুন) রাতে ‘ইয়ুথ মুভমেন্ট ফর ডেমোক্রেসি’ নামে একটি সংগঠনের উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভায় আমীর খসরু এই কথা বলেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সঞ্চালনায় এই আলোচনা হয়। এতে বিএনপি, বাসদ, নাগরিক ঐক্যের নেতাসহ একাধিক অর্থনীতিবিদ অংশগ্রহণ করেন।

ভার্চুয়াল আলোচনা সভা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘কোন দর্শনের ভিত্তিতে সরকার এই বাজেট দিয়েছে আমি সেটা বুঝতে পারছি না। সরকারি কর্মকর্তারা একটা টেমপ্লেট থেকে এদিক সেদিক করে বাজেট দিয়ে দেয়। এবার ভেবেছিলাম এই রকম একটা খারাপ সময় সেই টেমপ্লেট থেকে বেরিয়ে এসে ভিন্ন কিছু ভাববে। কিন্তু তার কিছুই দেখতে পেলাম না। জীবন-জীবিকা নিয়ে অনেক কথা হয়েছে এখানে জীবন রক্ষা হচ্ছে না, জীবিকাও রক্ষা হচ্ছে না।’

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘বাজেট কর্মসংস্থান ভিত্তিক হওয়া, অর্থ বরাদ্দ এবং ডেভলপমেন্টের দ্বি-কেন্দ্রীকরণ যদি করা হয় আর এক বছরের মধ্যে সব করতেও পারবো না। এই জিনিসটা আমাদের বয়ে নিয়ে যেতে হবে। এই জিনিসগুলো আমি বাজেটের দেখতে পাই না।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বর্তমান মহামারীতে কোভিড বিবেচনা করে বাজেট হয়েছে এমনটা মনে হয়নি। দরিদ্র জনগোষ্ঠীকে বাঁচাবার জন্য প্রণোদনা বলেন, সে সবকিছু বাজেটে নেই। সুতরাং এদের হাতে নিরাপদ নয়, নিজেদেরকেই বাঁচতে হবে।’

বাসদ একাংশের (খালেকুজ্জামান) নেতা রাজেকুজ্জামান রতন বলেন, ‘বাজেটের আয় দেবে জনগণ আর ব্যয় কার জন্য হবে সেটার কিন্তু খুব ভালো কিছু দেখলাম না।’
তার অভিযোগ, কৃষি খাতের বরাদ্দটা কৃষককে বাঁচাবার জন্য নয়, স্বাস্থ্য খাতের বরাদ্দ স্বাস্থ্য সুরক্ষার জন্য হয়নি।

এই আলোচনায় আরও যুক্ত ছিলেন অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ।

/এসটিএস/এনএস/
সম্পর্কিত
চূড়ান্ত বাজেটে তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পাস
জিডিপির অনুপাতে বাজেটের আকার অনেক ছোট: মির্জ্জা আজিজ
সর্বশেষ খবর
আইপিএলে সুযোগ পেলেও যে কারণে যাওয়া হয়নি শরিফুলের
আইপিএলে সুযোগ পেলেও যে কারণে যাওয়া হয়নি শরিফুলের
চলচ্চিত্র ও টেলিভিশন খাতে বাংলাদেশ-ভারতের মধ্যে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী
চলচ্চিত্র ও টেলিভিশন খাতে বাংলাদেশ-ভারতের মধ্যে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী
নাইক্ষ্যংছড়ি সীমান্ত পরিদর্শনে বিজিবির মহাপরিচালক
নাইক্ষ্যংছড়ি সীমান্ত পরিদর্শনে বিজিবির মহাপরিচালক
‘সামরিক বাহিনীতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইন কর্মকর্তাদের পেশাগত মানোন্নয়ন জরুরি’
সামরিক বিচার ব্যবস্থা নিয়ে সেমিনারে বিমান বাহিনী প্রধান‘সামরিক বাহিনীতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইন কর্মকর্তাদের পেশাগত মানোন্নয়ন জরুরি’
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট