X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

দুই কোটির বেশি মানুষকে ত্রাণ দেওয়ার দাবি বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২০, ১৯:৪০আপডেট : ১৩ জুন ২০২০, ১৯:৫৯

দুই কোটির বেশি মানুষকে ত্রাণ দেওয়ার দাবি বিএনপির করোনা মহামারিতে বিএনপি এবং দলের অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে ৫১ লাখ ৮১ হাজার ৩৬০টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জনসংখ্যার দিক থেকে ২ কোটি ৭ লাখ ২৫ হাজার ৪৪০ জন বিএনপির ত্রাণে উপকৃত হয়েছেন। ঈদের আগে গরীব মানুষের বাসা-বাড়িতে ঈদ উপহার ও নগদ অর্থ পৌঁছে দেওয়া হয়েছে। গত ২০ মার্চ থেকে ২০ মে পর্যন্ত এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।’

শনিবার (১৩ জুন) এক অনলাইন সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় করোনা পর্যবেক্ষণ সেলের পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানান। তিনি দলের বিভিন্ন রাজনৈতিক বিভাগে ত্রাণ বিতরণের তথ্য তুলে ধরেন।

মির্জা ফখরুল জানান, বিএনপির পক্ষ থেকে রাজশাহী বিভাগে তিন লাখ তিন হাজার ৯৬০টি পরিবার, চট্টগ্রাম বিভাগে পাঁচ লাখ ৭০ হাজার ৭৯৩টি পরিবার, কুমিল্লা বিভাগে তিন লাখ ৪৪ হাজর ৪৫৮টি পরিবার, রংপুর বিভাগে দুই লাখ ৪৪ হাজার ৭১টি পরিবার, ঢাকা বিভাগে ১৯ লাখ ৫০ হাজার ১০টি পরিবার, ময়মনসিংহ বিভাগে দুই লাখ ৩৭ হাজার ২৪১টি পরিবার, বরিশাল বিভাগে ৬৮ হাজার ২৩৫টি পরিবার, খুলনা বিভাগে ৩ লাখ ৬৯ হাজার ১০২টি পরিবার সিলেট বিভাগে ২ লাখ ১৬ হাজার ১৬৯টি পরিবার এবং ফরিদপুর বিভাগে ৭১ হাজার ৯৩৫টি পরিবারকে ত্রাণ দেওয়ায় হয়েছে।

তিনি আরও জানান, যুবদলের পক্ষ থেকে দুই লাখ ৩০ হাজার ৭০২ টি পরিবার, স্বেচ্ছাসেবক দল এক লাখ ৬৫ হাজার ৭৩০টি পরিবার, ছাত্রদল তিন লাখ ৬৯ হাজার ৮৬২টি পরিবার, কৃষকদল ১৯ হাজার ১৬৫টি পরিবার, মহিলা দল ১৫ হাজার ৫৩০টি পরিবার, শ্রমিকদল পাঁচ হাজার ৭৭৫টি পরিবার, জাসাস ১২ হাজার ৩৭৫টি পরিবার, তাঁতী দল ১০ হাজার ৩০০টি পরিবার, মৎস্যজীবী দল ১৫ হাজার ৮৮৭টি পরিবার ও ওলামা দল পাঁচ হাজার ৬০টি পরিবারকে সহায়তা দিয়েছে।

অনলাইন সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় করোনা পর্যবেক্ষণ সেলের আহ্বায়ক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহামুদ টুকু, করোনা সেলের সদস্য ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন যুক্ত ছিলেন।

/এএইচআর/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!