X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘ক্ষমতায় থাকা অনিশ্চিত জেনেই কাগজে-কলমের বাজেট দিয়েছে সরকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২০, ২২:২১আপডেট : ১৩ জুন ২০২০, ২২:২৪

প্রতিক্রিয়া ব্যক্ত করছেন রাজনীতিকরা

ক্ষমতায় থাকা অনিশ্চিত জেনেই ক্ষমতাসীন সরকার কাগজে-কলমে প্রস্তাবিত বাজেট দিয়েছে বলে মনে করেন দেশের বিরোধী দলগুলোর সিনিয়র নেতারা। তারা এও বলছেন, 'করোনাভাইরাস মহামারিকে আওয়ামী লীগ নিজেদের সমস্যা বানিয়ে ফেলেছে, যে কারণে বিরোধীদলগুলোর ডাকা জাতীয় ঐক্যে সাড়া দেয়নি তারা।'

শনিবার (১৩ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ প্রজন্মের’ উদ্যোগে এক অনুষ্ঠানে এসব কথা উঠে আসে দেশের সিনিয়র কয়েকজন রাজনৈতিক নেতার আলোচনায়। ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ করোনা আক্রান্ত সবার রোগমুক্তি কামনা ও করোনায় মৃত্যুবরণকারীদের মাগফেরাত কামনায় ‘নাগরিক ভাবনা ও আমাদের ভবিষ্যৎ’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিজের বাসা থেকে ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে এলডিপি সভাপতি অলি আহমদ বলেন, ‘সবকিছু বিবেচনায় নিলে এই বাজেটে যে ডিজিট দেখানো হয়েছে, তা কেবল কাগজে-কলমে। যেহেতু একটা বাজেট দিতে হবে, তাই দিয়েছে। এই বাজেট আদৌ বাস্তবায়ন করা সম্ভব না। তারা নিজেরাও জানে, তারা নিশ্চিত না আর কতদিন ক্ষমতায় থাকবে। তাদের বলি ল্যাঙ্গুয়েজ পরিবর্তন হয়েছে।’

বাজেটের সমালোচনা করে একসময়ের এই প্রভাবশালী বিএনপি নেতা বলেন, ‘করোনার আক্রান্তদের চিকিৎসা কীভাবে হবে, তার কোনও উদ্যোগ বাজেটে নেই। গ্রামে-গঞ্জে অনেক মানুষ যাচ্ছেন, সরকার সঠিক তথ্য আমাদের দিচ্ছে না।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘যতই চেষ্টা করেন, করোনা থেকে বাঁচতে পারবেন না। প্রথমে সরকারি দলের নেতারা বলেছিলেন- তাদের নেত্রী করোনার চাইতে শক্তিশালী। এখন তাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বলছেন- করোনা শক্তিশালী তা বুঝতে পেরেছেন।’

তিনি আরও বলেন, ‘করোনা কবে যাবে, তা কেউ বলতে পারছে না। খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থাই বলতে পারছে না। অথচ সরকারের কাছে এর গুরুত্ব নেই। সরকার লকডাউন তুলে নিয়েছে। সরকারের মনোভাব এমন যে, করোনায় মারা যাক মানুষ তবুও দুর্ভিক্ষ না হোক। লোকজন আক্রান্ত হয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরছে। ভর্তি হতে না পেরে মারা যাচ্ছে।’ কিন্তু সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা মাত্র দশ মিনিটে করোনা টেস্ট করতে পারছেন বলেও মন্তব্য করেছেন মান্না।

কল্যাণ পাটির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বলেন, ‘আড়াই মাস আগে আমি ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসহ অনেক দলের পক্ষ থেকে দাবি ছিল, সব রাজনৈতিক মহলকে সংশ্লিষ্ট করে এই সমস্যার সমাধান করতে। এই করোনা শুধু আওয়ামী লীগ বা বিএনপির সমস্যা নয়, এটা সারা বিশ্বে আগ্রাসী ভূমিকায় রয়েছে। করোনাভাইরাস মোকাবিলা করতে হলে সবার চেষ্টা লাগবে। কিন্তু আওয়ামী লীগ এটাকে তাদের সমস্যা বানিয়ে ফেললো।’

বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘স্বাস্থ্যখাতের অবস্থা অত্যন্ত করুণ। তিন মাস সময় পেলেও কোনও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি। এই সরকার অবৈধ, অনির্বাচিত সরকার। তাদের চিন্তা কীভাবে দীর্ঘকাল ক্ষমতায় থাকা যায়। মানুষকে রক্ষা করা এই সরকারের লক্ষ্য না। বাজেটে জিডিপির মাত্র এক দশমিক তিন শতাংশ বরাদ্দ দিয়েছে স্বাস্থ্যখাতে।’

জাফরুল্লাহ চৌধুরীর প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘জাফরুল্লাহ ব্যতিক্রমধর্মী মানুষ। তিনি প্রকৃতভাবে নিরপেক্ষ মানুষ। জনগণের জন্য যিনি বুক ফুলিয়ে কথা বলেন। তার মতো মানুষ বর্তমান সমাজে পাওয়া মুশকিল। তিনি ফিরে আসুন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘করোনার কারণে রাস্তাঘাটে ঘুরতে-ঘুরতে মানুষ মারা যাচ্ছে। উন্নয়নের নামে সম্পূর্ণ ভাওতাবাজি চলছে। স্বাস্থ্যখাতের জঘন্য চিত্র দেখে তা বোঝা গেছে। কোনও জবাবদিহীতা নেই।’

বিএনপি নেতা মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, দলটির নেতা সাংবাদিক শওকত মাহমুদ, দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা বিশ্ববিদ্যালয় ভিপি নুরুল হক নূরু প্রমুখ।

 

 

/এসটিএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর ‘আত্মহত্যা’
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর ‘আত্মহত্যা’
‘ভারত কিংবা অন্য কোনও দেশে এমনটি দেখিনি’
‘ভারত কিংবা অন্য কোনও দেশে এমনটি দেখিনি’
পশ্চিম তীরে ১০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
পশ্চিম তীরে ১০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
গরম থেকে বাঁচতে ভ্রাম্যমাণ শরবতের দোকানে ভিড়
গরম থেকে বাঁচতে ভ্রাম্যমাণ শরবতের দোকানে ভিড়
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও