X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

পরিকল্পনা থাকলে মুক্তিযুদ্ধের মতো করোনাও জয় করা সম্ভব: আবদুল্লাহ আল নোমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২০, ২২:৫০আপডেট : ১৩ জুন ২০২০, ২২:৫০

আলোচনা সভায় বক্তব্য রাখছেন আবদুল্লাহ আল নোমান

সুনির্দিষ্ট পরিকল্পনা থাকলে মুক্তিযুদ্ধের মতো বাংলাদেশের করোনাভাইরাসও জয় করা সম্ভব বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতা মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, ‘একাত্তরে যেভাবে মানুষ রণাঙ্গণে গিয়ে দেশকে স্বাধীন করেছে, তেমনি দেশের জনগণ করোনার সঙ্গেও যুদ্ধ করে জিতবো। কিন্তু এজন্য পরিকল্পনা লাগবে। সরকারের প্রস্তাবিত বাজেটে মহামারি মোকাবিলার কোনও পরিকল্পনা নেই।’

তিনি অভিযোগ করে বলেন, ‘মনগড়া বাজেট করা হয়েছে। বাজেটে লুট করার সুযোগ দেওয়া হয়েছে। জনগণের কোনও কল্যাণ হবে না।’

শনিবার (১৩ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ প্রজন্ম’র উদ্যোগে ‘নাগরিক ভাবনা ও আমাদের ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

তিনি আরও বলেন, ‘করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকেই বিএনপির পক্ষ থেকে জাতীয় ঐক্য সৃষ্টি করে তা মোকাবিলার আহ্বান জানানো হলেও সরকার আমলে নেয়নি। দেশের বিরোধীদলগুলোর মধ্যে সব দলই একটি সমন্বয়ের দাবি জানিয়েছে। কিন্তু জাতিকে ঐক্যবদ্ধ করার কোনও উদ্যোগ নেয়নি সরকার।’ করোনা মোকাবিলায় সব দল একসঙ্গে হয়ে সমাধান করতে হবে, টেলিভিশনের তথ্য দিয়ে সমস্যার সমাধান হবে না বলেও মনে করেন নোমান। 

বিএনপির এই নেতা বলেন, ‘দেশের করোনা পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছে, যা জনগণের আয়ত্তের মধ্যে নেই। মানুষ মারা যাচ্ছে, কিন্তু তারপরও সরকারের কোনও চিন্তা নেই। সরকার কোনও পরিকল্পনা দিচ্ছে না, যা মেনে আমরা এই ভাইরাস থেকে মুক্ত হতে পারি। এই সরকার করোনা থেকে মুক্তির যুক্তিযুক্ত কোনও পরিকল্পনার মধ্যে নেই।’

আবদুল্লাহ আল নোমান আরও বলেন, ‘এই সরকার একসময় রাতের অন্ধকারে ভোট চুরি করেছে। এখন করোনা সমস্যা নিরসনে একতরফা উদ্যোগ নিয়ে সমস্যা বাড়িয়ে তুলেছে। দেশের জনগণকে জাগিয়ে তোলার প্রচেষ্টা আমরা সরকারের মধ্যে দেখতে পাচ্ছি না।’

তিনি বলেন, ‘আজ মানুষ কত অসহায়, কে কোথায় মৃত্যুবরণ করবে, তা কেউ বলতে পারবে না।’

বর্তমান সরকার পক্ষে দেশকে করোনামুক্ত করা সম্ভব নয় বলে দাবি করে আবদুল্লাহ আল নোমান বলেন, ‘এজন্য প্রয়োজন জাতীয় ঐক্য। তার প্রধান ভূমিকা পালন করবে সরকার। কিন্তু জাতিকে ঐক্যবদ্ধ করার পরিকল্পনা তাদের নেই। বরং বিরোধী দলের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার কথা বললেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতিবাচক মন্তব্য করে তা ভেস্তে দেয়।’

বিএনপি নেতা মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা বিশ্ববিদ্যালয় ভিপি নুরুল হক নূরুসহ অনেকেই বক্তব্য দেন। ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ করোনা আক্রান্তদের রোগমুক্তি কামনা ও করোনায় মৃত্যুবরণকারীদের মাগফেরাত কামনায় এই সভার আয়োজন করা হয়।



 

/এএইচআর/এসটিএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা