X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিএনপির প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্যোগে তৃণমূলের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২০, ২১:৪৭আপডেট : ১৮ জুন ২০২০, ২১:৫৮

 করোনা পরিস্থিতিতে বন্ধ থাকা স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রমের ক্ষতি পুষিয়ে নিতে দলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শুরু করেছে বিএনপি। একইসঙ্গে করোনা মহামারিতে ত্রাণ সহায়তার মতো সামাজিক দায়িত্ব পালনে তৃণমূলের কর্মীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে সারাদেশে দলের ৮টি সাংগঠনিক বিভাগে ধারাবাহিক ভার্চুয়াল এ মতবিনিময় করে যাচ্ছে প্রশিক্ষণ ইনস্টিটিউট।

দলটির নেতারা বলছেন, গত ২২ মার্চ থেকে বিএনপির সব পর্যায়ের চলমান কমিটি গঠন ও পুনর্গঠনসহ সাংগঠনিক কার্যক্রম বন্ধ রয়েছে। অন্যদিকে দলের প্রশিক্ষণ ইনস্টিটিউটের কাজ হচ্ছে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া। কিন্তু করোনা পরিস্থিতিতে দলের সাংগঠনিক কার্যক্রম যেমন বন্ধ, তেমনি প্রশিক্ষণ কর্মশালাও বন্ধ। ফলে ঝিমিয়ে পড়া তৃণমূলের নেতাকর্মীদের চাঙ্গা রাখা এবং ত্রাণ সহায়তার মতো সামাজিক দায়িত্ব পালনে তাদের উদ্বুদ্ধ করতে দলের প্রশিক্ষণ সেল ভার্চুয়াল মতবিনিময় শুরু করেছে।

বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, এখন তো দলের সাংগঠনিক কার্যক্রম স্থগিত। দলের সারা দেশের কমিটি গঠনের কাজ স্থগিত রয়েছে। এর বাইরে একটি দলের সব সময় কিছু স্বাভাবিক কার্যক্রম থাকে, সেগুলো আমরা ভার্চুয়াল মতবিনিময় সভার মাধ্যমে করার চেষ্টা করছি।

 তিনি আরও বলেন, দেশের করোনা পরিস্থিতিতে আমাদের নেতাকর্মীদের ত্রাণ কার্যক্রমের মতো অন্যান্য সামাজিক দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করা জন্য আমরা এই মতবিনিময় করে যাচ্ছি। দলের ৮ সাংগঠনিক বিভাগে এই মতবিনিময় সভা হবে।

জানা গেছে, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক ভার্চুয়াল মতবিনিময় সভা পরিচালনা করছে দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হিরা, এ বি এম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ ইনস্টিটিউটের সদস্য ডা. মুজাহিরুল হক ও অ্যাডভোকেট নুরুল ইসলাম জাহিদ।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, শহীদ জিয়াউর রহমানের সময় থেকে বিএনপির প্রশিক্ষণ ইনস্টিটিউট দলের নেতাকর্মী এবং বিভিন্ন পেশাজীবীদের নিয়ে সেমিনার ও প্রশিক্ষণের আয়োজন করতো। মাঝে কিছুদিন এর কার্যক্রম বন্ধ ছিল। দলের গত সম্মেলন থেকে পুনরায় কার্যক্রম শুরু হয়। এ ধারাবাহিকতায় তৃণমূলের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভা চলছে বলে জানান তিনি।

 

/এএইচআর/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা