X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘প্রধানমন্ত্রীর নির্দেশ প্রতিপালন হলে করোনায় এত ক্ষয়ক্ষতি হতো না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২০, ১৬:৩২আপডেট : ২৩ জুন ২০২০, ০০:৪৬

আমির হোসেন আমু (ফাইল ফটো)

করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দেওয়া নির্দেশনা মেনে চললে এত ক্ষয়ক্ষতি ও প্রাণনাশ হতো না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও প্রবীণ রাজনীতিক আমির হোসেন আমু।

সোমবার (২২ মে) আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। প্রসঙ্গত, করোনাভাইরাস মোকাবিলা করতে গত ৩ এপ্রিল ৩১ দফা নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর এসব নির্দেশনার মধ্যে ছিল— এই ভাইরাস সম্পর্কে সচেতনতা কার্যক্রম অব্যাহত রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলা, করোনা উপসর্গ দেখা দিলে লুকিয়ে না রেখে চিকিৎসকের শরণাপন্ন হওয়া, হোম কোয়ারেন্টিনে থাকা রোগীদের সঙ্গে মানবিক আচরণ, ত্রাণকার্যে স্বচ্ছতা বজায় রাখা, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা ইত্যাদি।

সাবেক শিল্পমন্ত্রী অমির হোসেন আমু বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমরা নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছিলাম। অতি অল্প সময়ে আমাদের মধ্যম আয়ের দেশে পদার্পণ করার কথা। এখন সারা দুনিয়া করোনাভাইরাসের আঘাতে তছনছ হয়ে যাওয়ার উপক্রম। আমাদের প্রধানমন্ত্রী বারবার মানুষকে সাহস দিচ্ছেন। সহযোগিতার হস্ত প্রসারিত করেছেন। গ্রাম পর্যায়ের মানুষ যাতে অভুক্ত না থাকে, সেই জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।’[

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এমপি, মন্ত্রী, মেয়র, চেয়ারম্যানসহ সব জনপ্রতিনিধি ঐক্যবদ্ধভাবে একদিকে সরকারের ত্রাণ অন্যদিকে ব্যক্তিগত পর্যায় থেকে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। গ্রামগঞ্জ পর্যন্ত খাদ্য সামগ্রীর অভাব সৃষ্টি করতে দেওয়া হয়নি। সমানভাবে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ হয়েছে, এখনও পর্যন্ত সেই কাজ চলছে।’

আমু বলেন, ‘করোনা মোকাবিলার জন্য প্রথম থেকেই প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছিলেন, সেটা যদি দেশের মানুষ কার্যকর করতো, তাহলে আজকে যেটুকু ক্ষয়ক্ষতি আমরা অনুভব করছি, প্রাণনাশ দেখছি— তা হওয়ার কোনও সম্ভাবনা ছিলো না। যেহেতু আমরা সেই নির্দেশনা পুরোপুরিভাবে ফলো করি নাই, সেই নির্দেশনাগুলো মেনে চলতে পারি নাই বলে ক্ষয়ক্ষতি ও মৃত্যুর দিকে এগিয়ে গিয়েছি। এখনও সময় আছে, প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিচ্ছেন, স্বাস্থ্য অধিদফতরের মাধ্যমে যে নির্দেশনা মেনে চলার কথা বলা হচ্ছে, লকডাউনের সময় বিনাপ্রয়োজনে বাইরে না আসি এবং সবকিছু যেভাবে বলা হচ্ছে তা যদি মেনে চলি, তাহলে ইনশাআল্লাহ আমরা অতিদ্রুত করোনা মোকাবিলা করতে সক্ষম হবো।’

প্রবীণ এই নেতা বলেন, ‘দুর্ভিক্ষ পীড়িত সময় ১৯৫৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করে একদিকে যেভাবে মহামারি, আরেকদিকে যেভাবে দুর্ভিক্ষ মোকাবিলা করেছিল, আজকে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এই দুর্যোগও মোকাবিলা করতে সক্ষম হবো।’

আওয়ামী লীগের ইতিহাস বর্ণনা করে দলের এই সিনিয়র নেতা বলেন বলেন, ‘১৯৭১ সালে জাতির জনকের নেতৃত্বে ৯ মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। তারপর মাত্র সাড়ে ৩ বছরে এই দেশটাকে গড়ে তুলবার প্রক্রিয়া শুরু হলো। অর্থনেতিক মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হলো। সেই মুহূর্তে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে ইতিহাসের চাকা পেছনে নিয়ে এই দেশটাকে নব্য পাকিস্তান সৃষ্টির পাঁয়তারা করা হলো। অনেক ঝড় উপেক্ষা করে আমরা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ১৯৮১ সালে সভাপতি নির্বাচিত করি। এরপর তিনি যখন দেশে ফিরে আসলেন তার নেতৃত্বে এদেশে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধের অনুসারীরা নতুন করে উজ্জীবিত হতে শুরু করলো। এদেশের গণতন্ত্র, মুক্তিকামী অসম্প্রাদায়িক চেতনার সবাই ঐক্যবদ্ধ হতে শুরু করলো শেখ হাসিনার নেতৃত্বে। তার নেতৃত্বে ক্রমান্বয়ে আন্দোলন, সংগ্রামের মধ্য দিয়ে সরকার গঠন করা হয়। পর্যায়ক্রমে বঙ্গবন্ধুর হত্যার বিচার ও যুদ্ধাপরাধীদের বিচার অনুষ্ঠিত হয়।’

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি