X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীদের মেস ভাড়া ৫০ শতাংশ কমানোর দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২০, ২০:৩৬আপডেট : ০১ জুলাই ২০২০, ২০:৩৬

ছাত্র ফেডারেশনের মানববন্ধন করোনাভাইরাস মহামারি চলাকালীন রাজধানীতে শিক্ষার্থীদের মেস ভাড়া ৫০ শতাংশ কমানোর দাবি তুলেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। একইসঙ্গে যেসব মালিকরা মেস ভাড়ার ওপর নির্ভরশীল তাদের রাষ্ট্রীয় কোষাগার থেকে বিশেষ ভর্তুকি দিতে সরকারের প্রতি আহ্বান জানান সংগঠনটির নেতারা। বুধবার (১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে এ নিয়ে মানববন্ধন করেন তারা।  

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীরা যারা মেসে থাকেন তারা বর্তমানে চরম দুর্ভোগে আছেন। তাই সরকারের কাছে মেস ভাড়া ৫০ শতাংশ কমানোর দাবি জানাচ্ছি। আর যেসব মালিকের একমাত্র উপার্জনের পথ বাড়ি ভাড়া, বিপদে আছেন তারাও। তাই মাসের ভাড়ার ওপর নির্ভরশীল বাড়িওয়ালাদের সরকারি কোষাগার থেকে বিশেষ ভর্তুকির ব্যবস্থা করা উচিত।’ 



সংগঠনটির অভিযোগ, ‘বর্তমান সরকারের দুঃশাসনে শিক্ষার্থীসহ সারাদেশের জনগণ দমবদ্ধ পরিস্থিতির মধ্যে হাঁসফাঁস করছেন। এমন ফ্যাসিবাদী আগ্রাসন সারাদেশের সব প্রতিষ্ঠানকে গিলে খেয়েছে। সর্বত্র দুর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা বিরাজমান। সরকারের সহায়তায় কিছু লোভী দেশের সাধারণ মানুষের অধিকার মেরে খাচ্ছেন। এছাড়া ত্রাণ লুটপাট, দেশের সম্পদ পাচার, ব্যাংক লোপাটে জড়িত তারা।’
ছাত্র ফেডারেশন মনে করে, ‘মানুষ চিকিৎসা পাচ্ছে না; স্বল্প আয়ের মানুষেরা কাজের অভাবে, খাদ্যাভাবে ও পুষ্টিহীনতায় দিনাতিপাত করছেন। শ্রমিকরা ছাঁটাইয়ের শিকার। পাটকল শ্রমিকদের জীবন-জীবিকা হুমকির মুখে। সরকার ক্ষমতার মোহে ও গদি রক্ষায় এতই ব্যতিব্যস্ত যে, সাধারণ জনগণের জীবন-জীবিকার দিকে তাকানোর ফুরসতটুকু নেই।’
সরকারের প্রতি ছাত্র ফেডারেশনের আহ্বান, ‘সাধারণ মানুষের পাশে দাঁড়ান, শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। তা না হলে শিক্ষার্থী ও জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’



কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে শিক্ষার্থীদের একাডেমিক জীবনে বিপর্যয় তৈরি হচ্ছে বলে মনে করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন। এর সমাধানে জরুরি ভিত্তিতে শিক্ষাবিদ, শিক্ষক, অভিভাবক ও ছাত্রনেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের নিয়ে দুর্যোগকালীন শিক্ষা নীতি কী হবে তা অনুসন্ধানের পরামর্শ দিয়েছেন তিনি।

ছাত্র ফেডারেশনের আশঙ্কা, লকডাউনে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় বর্তমান শিক্ষার্থীরা ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে বয়স সংক্রান্ত জটিলতায় পড়তে পারে। তাই সব শিক্ষার্থীর চাকরির বয়স বৃদ্ধি করার দাবি জানান সংগঠনের সাধারণ সম্পাদক।

মানববন্ধনে আরও ছিলেন ছাত্র ফেডারেশন সাংগঠনিক সম্পাদক সাদিক রেজা, ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক নবীন আহমেদ, দফতর সম্পাদক এম এইচ রিয়াদ, রাজশাহী মহানগর শাখার সম্পাদক জিন্নাত আরা সুমু, ঢাকা মহানগর শাখার সম্পাদক রূপক রায়।

 

/এইচএন/এএইচআর/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া