X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অধ্যাপক এমাজউদ্দীন সত্যিকারের একজন তারকা ছিলেন: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২০, ১৬:২৪আপডেট : ১৭ জুলাই ২০২০, ১৬:৫১

অধ্যাপক এমাজউদ্দীন সত্যিকারের একজন তারকা ছিলেন: মির্জা ফখরুল অধ্যাপক এমাজউদ্দীন আহমদ একজন সত্যিকারের তারকা ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সত্যিকার অর্থে তিনি একজন তারকা ছিলেন, সূর্য ছিলেন। সেই সূর্যের আলোয় আমরা সবাই আলোকিত হতাম।’

শুক্রবার (১৭ জুলাই) এলিফ্যান্ট রোডে প্রয়াত অধ্যাপক এমাজউদ্দীন আহমদের বাসায় তার মরদেহে দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি কিছুক্ষণ তার মরদেহের সামনে নীরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘তার অসংখ্য লেখা রয়েছে। তার লেখাগুলো রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ লেখা। সবশেষে যে বইটি তিনি কিছু দিন আগে প্রকাশ করেছেন, আবদুল হাই শিকদারসহ খালেদা জিয়ার ওপর—এটা একটা ডকুমেন্ট। এরকম অসংখ্য লেখা আছে ও বই রয়েছে।’

তিনি আরও বলেন, ‘অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ এভাবে হঠাৎ করে চলে যাবেন, এটা আমরা কেউ বিশ্বাস করতে পারছি না। কারণ, কয়েকদিন আগে পর্যন্ত আমরা তার সঙ্গে কথা বলেছি। তিনি ভার্চুয়ালি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর আলোচনায় এসেছিলেন। তার এই চলে যাওয়া আমাদের জন্য একটি বিশাল শূন্যতা সৃষ্টি করলো এবং এটি পূরণ হওয়ার নয়।’

বিএনপি, খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে এই দোয়া চাইছি, তাকে যেন সব গুনাহ মাফ করে দিয়ে বেহেশত নসিব করেন।’

অধ্যাপক এমাজউদ্দীন আহমদকে রাষ্ট্রের অভিভাবক অভিহিত করে মির্জা ফখরুল বলেন, ‘তিনি বাংলাদেশের অভিভাবক ছিলেন। স্বাধীনতাকামী, গণতন্ত্রকামী মানুষের অভিভাবক ছিলেন। সত্যিকার অর্থেই একজন নির্লোভ নিবেদিতপ্রাণ দেশপ্রেমিক শিক্ষাবিদ ছিলেন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের চরম দুর্ভাগ্য এরকম একজন অভিভাবককে শুধু বিএনপি নয়, গোটা জাতি হারালো। তিনি সবসময় চেয়েছেন বাংলাদেশে সত্যিকার অর্থে একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র নির্মিত হোক। সত্যিকার অর্থে একটা উন্নত রাষ্ট্রে পরিণত হোক। জনগণের মুক্তি হোক— এটাই চেয়েছিলেন।’ সারা জীবন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের জন্য তার লেখনী অব্যাহত রেখে গেছেন। তার জীবনের সব কর্মই ছিল এই বাংলাদেশের জন্য।’

এ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সদরুল আমিন, কবি আবদুল হাই শিকদার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, সাবেক ছাত্রনেতা সুরঞ্জন ঘোষসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

/এএইচআর/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা