X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সরকারের উন্নয়নের নমুনা রাজধানীর জলাবদ্ধতা: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২০, ১৭:২২আপডেট : ২২ জুলাই ২০২০, ০০:১৯

সরকারের উন্নয়নের নমুনা রাজধানীর জলাবদ্ধতা: রিজভী দুদিনের বৃষ্টিতে রাজধানীর জলাবদ্ধতাই সরকারের উন্নয়নের নমুনা বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আজকে উন্নয়নের নমুনা দেখুন। তারা ফ্লাইওভার দেখিয়েছে। উন্নয়নের নানা মডেল, নানা কল্পকাহিনি শুনে শুনে আমরা একেবারে অস্থির হয়ে গেছি। কোথায় উন্নয়ন? দুদিনের বৃষ্টিতে ঢাকায় কোথাও চলাচল করা যায় না।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নয়াপল্টনে স্কাউট ভবনে এক দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। বিএনপির প্রয়াত সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।
দুদিনের বৃষ্টিতে ঢাকার সব পথ-ঘাট সব ডুবে গেছে উল্লেখ করে রিজভী বলেন, গাড়িতে করে বাসা পর্যন্ত যেতে এক কোমর পানি ডিঙিয়ে যেতে হচ্ছে। গোটা ঢাকা মহানগরীর মানুষজন জলাবদ্ধতার ভয়ংকর দুর্ভোগের মধ্যে পড়েছে।
তিনি বলেন, একটা ভালো হাসপাতাল নির্মাণ করা, ভালো স্কুল-কলেজ-শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কোনও ভূমিকা এই সরকার রাখেনি। কারণ, এখানে তো বেশি টাকা পকেটে রাখা যাবে না। একটা উন্নতমানের হাসপাতাল গরিব মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য করলে সেখানে সব ফ্যাসিলিটি থাকবে। এই ধরনের কোনও হাসপাতাল আপনারা দেখবেন না। রিজভী আরও বলেন, যেসব প্রতিষ্ঠান মানুষকে সেবা দেয় সেগুলোকে সরকার ভেঙে তছনছ করে দিয়েছে। আর যতটুকু তারা করেছে সম্পূর্ণ আত্মসাৎ করার মনমানসিকতা থেকে।
সত্য কথা বললে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, তারা যে অন্যায়, অনাচার ও দুর্নীতি করছে, সে জন্য সারাক্ষণ ভয় থাকে। দুই-একটা সাহেদকে ধরে দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা হচ্ছে। বিশাল দুর্নীতির যে স্বর্গরাজ্য সেই স্বর্গরাজ্য আড়াল করার চেষ্টা করছে। কত যে সাহেদ, কত সাবরিনা এই সমাজের মধ্যে সরকারের কারণে তৈরি হচ্ছে তা অজানাই থেকে যাচ্ছে।
ঐক্যজোট সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন জোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন, কৃষক দলের নেতা মাইনুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতির মাওলানা দেলোয়ার হোসেন প্রমুখ।

/এএইচআর/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়