X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ভূলুন্ঠিত, হুমকির মুখে প্রবাসীরা: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২০, ১৯:০০আপডেট : ২৪ জুলাই ২০২০, ০০:১৮

বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ভূলুন্ঠিত, হুমকির মুখে প্রবাসীরা: বিএনপি সরকারের আশীর্বাদপুষ্ট প্রতারক মহল ভুয়া করোনা সার্টিফিকেট প্রদানের কারণে বিশ্ব দরবারে বাংলাদেশিদের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে, বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির আশঙ্কা, এ কারণে প্রবাসী শ্রমিকদের কর্মজীবন হুমকির মুখে পড়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের এ অবস্থান তুলে ধরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বাধীন করোনা সেলের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন করা হয়।

বিএনপির মহাসচিব বলেন, ‘সাহেদের রিজেন্ট হাসপাতাল এবং আরিফ ও সাবরিনার জেকেজি পরীক্ষা না করেই মানুষকে বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের যে হাজার হাজার করোনা নেগেটিভ সার্টিফিকেট ইস্যু করেছে তাতে এক দিকে সংক্রমণের হতাশাব্যঞ্জক ঝুঁকিতে পড়েছে গোটা জাতি। অন্যদিকে বিশ্ব দরবারে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এবং জাতি হিসেবে বাংলাদেশিদের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।’

তিনি দাবি করেন, ‘কয়েকটি দেশে বাংলাদেশি যাত্রীরা পড়েছে সংকটে। বাংলাদেশের বিমানবন্দর পার হয়ে যাওয়া কিছু যাত্রীর শরীরে করোনা ধরা পড়ায় কয়েকটি দেশ বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনা বন্ধ করেছে। এ পর্যন্ত সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপকারী দেশগুলোর মধ্যে আছে ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া ও চীন।’

‘বিশ্বের বহু দেশ প্রধানত নেতৃত্ব ও সুব্যবস্থাপনার মাধ্যমে করোনা পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আনতে বেশ সাফল্যের পরিচয় দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য হল বাংলাদেশ সেটা পারেনি।’ বলে মনে করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘ঢাকা থেকে বিভিন্ন দেশের ফ্লাইট বন্ধ ঘোষণাটি কেবল প্রবাসী বাংলাদেশিদের সমস্যাই নয়, এর সঙ্গে বিদেশি বিনিয়োগ এবং আন্তর্জাতিক বাণিজ্যের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। এই বিষয়টিও দারুণভাবে নেতিবাচক প্রভাব পড়বে। তাছাড়া করোনার আগে উড়োজাহাজ ভর্তি করে যারা বাংলাদেশ ছেড়ে গেছেন, তাদের অনেকেরই ফিরে আসার ব্যাপারটি কিন্তু বাংলাদেশের করোনা ব্যবস্থাপনার ওপর নির্ভরশীল। পর্যটন খাত ঘুরে দাঁড়াতে এবং তার আরও বিকাশ, কিংবা বিদেশে শ্রম বাজারের আরও সম্প্রসারণের সঙ্গেও এ বিষয়ের একটি যোগসূত্র রয়েছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘শুধু ইতালি নয় আন্তর্জাতিক অঙ্গনে বিরূপ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, করোনাভাইরাস টেস্টের মান যদি উন্নত না হয় তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বেকায়দায় পড়তে পারে বাংলাদেশ।’

লিখিত বক্তব্যে ফখরুল বলেন, ‘ঢাকাস্থ বিদেশি কূটনীতিকদের করোনা টেস্টের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইয়ার মার্কড হাসপাতালগুলোর মধ্যে রিজেন্ট হাসপাতাল অন্যতম। রিজেন্টের নাম স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক অন্তর্ভুক্ত করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। ঢাকাস্থ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিদেশি কূটনীতিকরা এপ্রিল ও মে মাসে দলে দলে ঢাকা ত্যাগ করে কেন? আমরা কি কখনো নিজেদেরকে প্রশ্ন করেছি?’

তিনি বলেন, ‘একটি আন্তর্জাতিক রিপোর্টে বাংলাদেশে বিশেষ করে ঢাকায় করোনা সংক্রমণে জীবনহানির যে আশঙ্কা প্রকাশ করা হয়েছে তা তারা আমলে নিয়েছে। তারপর যোগ হয়েছে ভুয়া হাসপাতালকে কূটনীতিকদের টেস্টের জন্য চিহ্নিতকরণ। এটাকে কূটনৈতিকদের চলে যাওয়ার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।’

ফখরুলের মন্তব্য ‘আমজনতা না জানলেও কূটনীতিকরা ঠিকই খবর নিয়েছে রিজেন্টের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। টেস্টের ক্ষেত্রে উচ্চমান বজায় রাখার বিষয়টি সুনিশ্চিত করতে হবে। এর ব্যতিক্রম হলে আগামী দিনগুলোতে বাংলাদেশকে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে।’

রিজেন্ট হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য অধিদফতরের চুক্তি অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিবের উপস্থিতি সম্পর্কে ফখরুল বলেন, ‘প্রশ্ন হলো ২০১৪ সাল থেকেই রিজেন্ট হাসপাতালের লাইসেন্স অবৈধ জানা সত্ত্বেও হাসপাতালটিতে করোনা টেস্ট ও চিকিৎসার জন্য সরকার কিভাবে চুক্তি করলো?’

রিজেন্টের সাহেদের গ্রেফতার প্রসঙ্গে ফখরুল বলেন, ‘আসলে সাহেদের অপরাধের মাত্রা এতো মারাত্মক এবং এত বেশি আলোচিত হয়েছে যে সাহেদের গ্রেফতার একটা গণ প্রত্যাশায় পরিণত হয়ে পড়ে। তাই অবশেষে এই গ্রেফতার নাটকের আয়োজন বলে অনেকে মনে করেন।’

অনলাইনে অনুষ্ঠিত বিএনপির করোনা সেলের সংবাদ সম্মেলনে যুক্ত ছিলেন সেলের আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু ও সদস্য দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

 

/এসটিএস/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা: ডব্লিউএফপি প্রধান
সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা: ডব্লিউএফপি প্রধান
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীর মুখেই কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীর মুখেই কুলুপ
চিনি-লবণ মিশিয়ে নকল প্যাকেটে স্যালাইন তৈরি, গ্রেফতার ৩
চিনি-লবণ মিশিয়ে নকল প্যাকেটে স্যালাইন তৈরি, গ্রেফতার ৩
জিকোর কপালে গভীর ক্ষত, সার্জারির পর হাসপাতালে ভর্তি 
জিকোর কপালে গভীর ক্ষত, সার্জারির পর হাসপাতালে ভর্তি 
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে