X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

স্বেচ্ছাসেবক লীগকে মানুষের পাশে থাকতে শেখ হাসিনার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২০, ০১:৪৫আপডেট : ২৮ জুলাই ২০২০, ০১:৪৮

স্বেচ্ছাসেবক লীগকে মানুষের পাশে থাকতে শেখ হাসিনার আহ্বান সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে স্বেচ্ছাসেবক লীগকে জনগণের পাশে দাঁড়াতে হবে। করোনা দুর্যোগের মধ্যে যেভাবে স্বেচ্ছাসেবক লীগ মানুষের পাশে দাঁড়িয়েছে, এভাবে সবসময় মানুষের পাশে থাকতে হবে।’

সোমবার (২৭ জুলাই) স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠাতাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্স সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী গণভবন থেকে অনুষ্ঠানে সংযুক্ত হন। অপরদিকে স্বেচ্ছাসেবক লীগের নেতারা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবক লীগের সব পর্যায়ের নেতাকর্মীকে শুভেচ্ছা জানান সংগঠনটির সাংগঠনিক নেতা শেখ হাসিনা। একই সঙ্গে তার সন্তান ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে সবার কাছে দোয় চান।

এ সময় শেখ হাসিনা আরও বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগ করোনা দুর্যোগের মধ্যে ত্রাণ বিতরণ ও অসহায় অসুস্থদের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।’ স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে স্বশরীরে উপস্থিত না থাকলেও সাংগঠনিক অভিভাবক হিসেবে ডিজিটাল মাধ্যমে সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে ভিডিওকলে যুক্ত হয়ে সংগঠনের নেতাদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন শেখ হাসিনা।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের সকল নেতাকর্মীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সভায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সভাপতি নির্মল রঞ্জনগুহ প্রমুখ বক্তব্য দেন। সভায় আরও উপস্থিত ছিলেন, এ কে এম আজিম, আব্দুল আলিম, স্বেচ্ছাসেবক লীগ নেতা নাফিউল করিম নাফা, কে এম মনোয়ারুল ইসলাম বিপুল প্রমুখ।

এদিকে সোমবার সকাল ৮টায় সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির-৩২ নম্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

প্রসঙ্গত, ১৯৯৪ সালের ২৭ জুলাই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা নেতা ছিলেন বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

/এমএইচবি/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
তীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগতীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া