X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জামায়াত নেতাদের কাঁধে আহমদ শফীর মরদেহ

চৌধুরী আকবর হোসেন
১৯ সেপ্টেম্বর ২০২০, ২২:২৬আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ২২:২৬

জামায়াত নেতাদের কাঁধে আহমদ শফীর মরদেহ হাটহাজারী দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসায় হেফাজত আমির শাহ আহমদ শফীর জানাজায় অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ দলটির নেতাকর্মীরা। এমনকি আহমদ শফীর মরদেহ বহনকারী খাটিয়া তাদের কাঁধে নিতে দেখা গেছে। তাদের সহযোগিতার অভিযোগ উঠছে হেফাজতের নেতার বিরুদ্ধে। এ নিয়ে ক্ষুব্ধ কওমি অঙ্গনের ছাত্র-শিক্ষকরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) হেফাজত আমির ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি শাহ আহমদ শফীর জানাজা হাটহাজারী সংলগ্ন স্থানীয় ডাক বাংলোতে সম্পন্ন হয় । বেলা সোয়া ২টায় দিকে জানাযায় ইমামতি করেন শফীর বড় ছেলে মাওলানা মুহাম্মাদ ইউসুফ মাদানী। হাটহাজারী মাদ্রাসা মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
সূত্র জানায়, জামায়াত নেতারা যখন জানাযায় অংশ নিতে আসেন, তখন সেখানে ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। তার সহায়তায় জামায়াত নেতারা আহমদ শফীর মরদেহ কাঁধে নিয়ে দাফনে অংশগ্রহণ করেন। মাওলানা মুহাম্মাদ মামুনুল হক প্রয়াত শীর্ষ আলেম আল্লামা আজিজুল হকের ছেলে। করোনাভাইরাসের মহামারির শুরুর দিকে মানবতাবিরোধী অপরাধের বিচারের রায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবি তুলেছিলেন মামুনুল হক।
আহমদ শফী বরাবরই জামায়াতের রাজনৈতিক আদর্শের সমালোচনা করতেন। তার লিখিত ‘হক বাতিলের চিরন্তন দ্বন্দ্ব’ বইয়ে জামায়াতে ইসলামী দলকে একটি ভ্রান্ত ও বাতিল দল হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ অভিযোগের বিষয়ে জানতে চেষ্টা করেও মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মাদ্রাসা শিক্ষার্থী জানান, জামায়াত নেতাদের দেখে অনেকেই ক্ষুব্ধ হন। কারণ আল্লামা শফী জামায়াতের রাজনৈতিক মতবাদকে বাতিল বলেই মনে করতেন। আর তার মরদেহ তাদের কাঁধে কিভাবে যায়। সেখানে আহমদ শফীর লাখ লাখ ছাত্র, ভক্ত উপস্থিত। তবে পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কায় অনেকই তাৎক্ষণিক প্রতিবাদ করেননি।
এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত জানিয়েছে, হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী নামাজে জানাজায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সেক্রেটারি জেনারেলের সঙ্গে জানাজায় আরও অংশ নেন দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী শাখা জামায়াতে ইসলামীর নায়েবে আমির শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী শাখার সেক্রেটারি নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর সাংগঠনিক জেলা শাখার আমির আমিরুজ্জামান, চট্টগ্রাম মহানগরী শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ উল্লাহ ও ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সালাউদ্দিন আইয়ুবীসহ স্থানীয় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
আন্দোলনের প্রধান নায়ক তারেক রহমান: জামায়াত আমির
বগুড়ায় ‘ওলামায়ে মাশায়েখ পরিষদের’ ইফতার মাহফিল থেকে ৯ জন আটক
সর্বশেষ খবর
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়