X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভিন্নমতের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অব্যাহতি দেওয়া হচ্ছে: নজরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৫আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৫

মানববন্ধনে বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘ভিন্নমতের কারণে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।’ সম্প্রতি দুই বিশ্ববিদ্যালয় শিক্ষককে অব্যাহতি এবং সিলেটের এমসি কলেজের ধর্ষণের প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সম্মিলিত পেশাজীবী পরিষদ জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানবন্ধনের আয়োজন করে।  

এ সময় নজরুল ইসলাম খান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন যোগ্য শিক্ষককে একটি নিবন্ধ লেখার অপরাধে চাকরিচ্যুত করা হয়েছে। আর একজন শিক্ষকের কথা আপনারা শুনেছেন, সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দেওয়ায় শুধু তার চাকরি যায়নি, তিনি এখন দেশেও থাকতে পারছেন না। একইভাবে বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ তার গণতান্ত্রিক মতপ্রকাশে কারণে এই সরকারের অনুগত প্রশাসনের ধারায় চাকরিচ্যুত কিংবা অন্যভাবে বিপদাপন্ন হয়েছে।’

দুই শিক্ষকের অব্যাহতির প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শ্রদ্ধেয় মানুষ বলে পরিচিত। তারা কোনও ভুল সিদ্ধান্ত নিতে পারেন না। কিন্তু ভুল সিদ্ধান্ত নিতে তারা পারেন, যারা নামে শিক্ষক, কিন্তু আসলে প্রশাসনের অনুগত ব্যক্তি।’

নজরুল ইসলাম খান বলেন, ‘এই ভিসি তো তিনি, যিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সরকারের ভাষায় “সন্ত্রাসী” বলেছিলেন। তাদের কাছ থেকে সুবিচার আশা করার কোনও কারণ নেই। আইন ভঙ্গ করে অন্যায়ভাবে যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের পুনর্বহাল দাবি করছি। এই দাবি আজকে যদি বাস্তবায়িত না হলে ইনশাল্লাহ আগামী দিনে হবে।’

দুর্নীতির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমাদের সমস্যা একটা নয়। আমরা অসংখ্য সমস্যায় জর্জরিত। আজ করোনার ভয়ে আমরা মাস্ক পরে থাকি। আমরা একটা মাস্ক পরি। কিন্তু যারা সরকারে আছেন তাদের একটা নয়, আরও বেশি মাস্ক পরা দরকার। কারণ তারা শুধু কোভিডে নয়, আরও অনেক ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। বিশ্বের তিন জন ধনী ড্রাইভারের মধ্যে বাংলাদেশের একজন আছেন। এদেশে দুর্নীতি-অনাচার আজ করুণ অবস্থাই চলে গেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে বলে, “আমরা ডিজি হতে চাই না। ডিজির ড্রাইভার হতে চাই।” ’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন– বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ ও এজেডএম জাহিদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী প্রমুখ।

/এইচএন/এমএএ/

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী