X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ জাহাঙ্গীরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২০, ১৪:১২আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১৬:৩০

নির্বাচনি কার্যালয়ে বক্তব্য দিচ্ছেন এস এম জাহাঙ্গীর নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর। তিনি বলেন, ‘শুধু দলীয় নেতাকর্মীদের নয়, আমাকেও গণসংযোগে আওয়ামী লীগ বাধা দিচ্ছে।’ বুধবার (২৮ অক্টোবর) দুপুরে নিজ নির্বাচনি কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা পেরিয়ে যাওয়ার আশা প্রকাশ করে জাহাঙ্গীর বলেন, ‘আওয়ামী লীগ ঝামেলা করলেও আমরা তাতে জড়াতে চাই না। কারণ, আমাদের সঙ্গে ভোটাররা আছেন। তারা ১২ নভেম্বর ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন।’

জাহাঙ্গীরের দাবি, যেখানে ধানের শীষের গণসংযোগের ন্যূনতম সুযোগ পাচ্ছি, সেখানেই গণজোয়ার সৃষ্টি হচ্ছে। এ কারণেই আওয়ামী লীগ ভীত হয়ে এসব হামলা করছে।

ঢাকা-১৮ আসনের বিএনপি নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ আছেন উল্লেখ করে তিনি বলেন, ‘নেতাকর্মীরা জানপ্রাণ দিয়ে কাজ করে যাচ্ছেন। শেষ পর্যন্ত তারা মাঠে থাকবেন। ভোটারদের নিজের ভোট স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে যেন দিতে পারেন সেই সুযোগ করে দেবেন তারা।’

তিনি বলেন, ‘প্রতিটি গণসংযোগে আওয়ামী লীগ বাধা দেওয়ার বিষয়টি নির্বাচন কমিশন এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে জানালেও তারা কোনও ব্যবস্থা নিচ্ছে না। আপনারা দেখেছেন, আমি প্রার্থী, আমাকেও বাধা দেওয়া হচ্ছে। তাহলে এটা কেমন নির্বাচন? এই জোনের পুলিশের ডিসিকে গত দুই দিন ধরে ফোন দিয়ে যাচ্ছি, তিনি রিসিভ করছেন না।’

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে প্রচারে বাধা দেওয়া এবং নেতাকর্মীদের ওপর হামলাসহ ঢাকা-১৮ আসনের সার্বিক পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আজ বুধবার বিকাল ৩টায় বৈঠক হবে বলে জানান জাহাঙ্গীর।

/এএইচআর/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!