X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বিএনপির পাঁচ নেতাকর্মীর সন্ধান চান মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২০, ১৭:২৩আপডেট : ২০ নভেম্বর ২০২০, ১৭:৩৪

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বিএনপির পাঁচ নেতাকর্মীর সন্ধান দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, এই পাঁচ নেতাকর্মী হলেন- লিয়ন হক, মামুন পারভেজ তন্ময়, তৌহিদুল ইসলাম হাসিব, ফেরদৌস মজুমদার মাসুম ও সেলিম মিয়া। মির্জা ফখরুল অনতিবিলম্বে তাদের সন্ধান দাবি করেছেন সরকারের কাছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকালে উত্তরার বাসা থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই দাবি করেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব বলেন, ‘গত কিছুদিন আগে হাইকোর্টের গেট থেকে গোয়েন্দারা বেশ কয়েকজনকে তুলে নিয়ে যায়। এদের কয়েকজনকে আটক করে রাখা হয়। তার মধ্যে তিন জনকে চার-পাঁচ দিন আটক রাখার পর থানায় হস্থান্তর ও একজনকে ছেড়ে দেওয়া হয়। পাঁচ জন এখনও নিখোঁজ।’

ফখরুল বলেন, ‘একটি সভ্য দেশে হারিয়ে যাওয়া, গুম হয়ে যাওয়া চলতে পারে না। গুমের সংস্কৃতি দিয়ে সরকার টিকে থাকছে। একদলীয় সরকার ব্যবস্থা টিকিয়ে রাখতে তারা এই গুমকর্ম করছে।’

তিনি দাবি করেন, ভীতি সৃষ্টির জন্যই গুম করা হয়। এ কারণে বাইরেও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, ‘সরকারের কাছে আহ্বান জানাবো, কোনও ব্যক্তি নিখোঁজ হলে তার দায়িত্ব সরকারের। হাইকোর্ট থেকে জামিন নিয়ে বের হবার পর সাদা পোশাকধারী আইনশৃঙ্খলাবাহিনী ধরে নিয়ে যাবে, এটা কোনও গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারে না।’

নেতাকর্মীদের সন্ধানের দাবিতে সাংগঠনিক কোনও কর্মসূচি দেবে কিনা বিএনপি, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘করোনার কারণে স্বাভাবিকভাবে সামাজিক দুরত্ব বজায় রাখতে গিয়ে সেই ধরনের কর্মসূচি নিতে পারছি না। সুযোগ পেলে সেই আন্দোলনে অবশ্যই যাবো।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রেক্ষিতে করা সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘তার বক্তব্যের প্রেক্ষিতে উত্তর দেওয়াটা রাজনৈতিকভাবে সঠিক মনে হয় না। উনি কী বলতে চান, আমি বুঝতে পারি না। উনারা কী করছেন, বুঝতে পারছি না। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে কী পদক্ষেপ নিচ্ছেন, মানুষের অধিকার ফিরিয়ে আনতে কী করবেন, তা বুঝতে পারছি না।’

বিএনপির মহাসচিব বলেন, ‘নির্বাচনে ভোট দেওয়ার অধিকার রক্ষার দায়িত্ব কেবল বিএনপির নয়, সবাইকে এগিয়ে আসতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য গণতন্ত্রকে ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে।’

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খানসহ অনেকে অংশগ্রহণ করেন।

/এসটিএস/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে সুস্থ থাকতে চাইলে মানতে হবে এই ৮ টিপস
গরমে সুস্থ থাকতে চাইলে মানতে হবে এই ৮ টিপস
দুর্নীতি মামলায় এসকে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ জুন
দুর্নীতি মামলায় এসকে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ জুন
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ জনের
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ জনের
শচীনের ৫১, জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত ‘ক্রিকেট ঈশ্বর’
শচীনের ৫১, জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত ‘ক্রিকেট ঈশ্বর’
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা