X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নতুন নেতাদের নিয়ে দাবি আদায়ের আন্দোলন: নোমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:০৫আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:০৫

আব্দুল্লাহ আল নোমান কাউন্সিলের মাধ্যমে নতুন নেতা বের হবে, আর তাদের নিয়ে আন্দোলন করে বিএনপি দাবি আদায় করবে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনে জাতীয়তাবাদী তাঁতী দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে ওই সমাবেশের আয়োজন করা হয়।
সরকার বিএনপির কাউন্সিল নিয়ে ষড়যন্ত্র করছে মন্তব্য করে তিনি বলেন, ‘একটি কাউন্সিলে দলের আত্মসমালোচনার মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরি হয়। সরকার আমাদের সে সুযোগ দিতে চায় না। তাই সোহরাওয়ার্দী উদ্যানে খোলা জায়গায় অনুমতি দিয়েছে। তারপরেও আমরা যে কোনো মূল্যে কাউন্সিল করবো। এ কাউন্সিলের মাধ্যমে দলের নতুন নেতৃত্ব বের হয়ে আসবে। আমরা তাদের নিয়ে আন্দোলন করে দাবি আদায় করবো।’
নোমান বলেন, ‘সরকার উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় ব্যর্থ হয়েছে। এ সরকার বেআইনিভাবে দেশ চালাচ্ছে। প্রধান বিচারপতির বক্তব্যে প্রমাণ হয়েছে, এ সরকার সাংবিধানিকভাবে অবৈধ। এ সরকারের ক্ষমতায় থাকার জবাব দিতে হবে। সরকার খালেদা জিয়াকে ভয় পায়, এজন্য তার নামে মিথ্যা রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে রাজনীতি থেকে সরিয়ে রাখতে চায়। কিন্তু সরকারকে মনে রাখতে হবে, জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো স্বৈরাচারী সরকার টিকে থাকতে পারে নাই। আইয়ুব খান, এরশাদ জনগণের কাছে পরাজিত হয়েছে, শেখ হাসিনাও পরাজিত হবে।’
বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক হুমায়ন ইসলাম খানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
/সিএ/এজে/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!