X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৬, ০৬:৪০আপডেট : ০৯ মার্চ ২০১৬, ০৬:৪৭

হরতালের মোটিফ মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিলে মীর কাসেম আলীর ফাঁসির আদেশ বহাল রাখার প্রতিবাদ এবং আটক সব জামায়াত নেতা-কর্মীর মুক্তির দাবিতে সারাদেশে জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে সকাল থেকে।  
জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সকালে রাজধানীতে দুই একটি জায়গায় মিছিল বের করার চেষ্টা করলেও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ হরতালের ডাক দেওয়া হয়।
এতে বলা হয়, সরকার ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে জামায়াত নেতাদের একের পর এক হত্যা করছে। সরকারি ষড়যন্ত্রের শিকার মীর কাসেম আলী। সরকার মিথ্যা, বায়বীয় ও কাল্পনিক অভিযোগে মীর কাসেম আলীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে নিজেদের দলীয় লোকদের দিয়ে আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আদালত সরকারের দায়ের করা মিথ্যা মামলায় সাজানো সাক্ষীর ভিত্তিতে আজ তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের যে রায় ঘোষণা করেছেন তা একটি ন্যায়ভ্রষ্ট রায়। এ রায়ে মীর কাসেম আলী ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন।
বাংলা ট্রিবিউন মৌলভীবাজার প্রতিনিধি জানায় গতকাল (মঙ্গলবার) দুপুরে মৌলভীবাজারে মিছিল করেছে জামায়াত। শহরের লন্ডন টাওয়ার থেকে মিছিলটি শুরু হয়ে পুরাতন হাসপাতাল সংলগ্ন এলাকায় সমাবেশে করে।
এদিকে হরতালে নাশকতার আশঙ্কায় পুলিশ ও র‌্যাবের পাশাপাশি মঙ্গলবার সন্ধ্যা থেকেই রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা জানান, হরতালে নাশকতা এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার উপ-কমিশনার মারুফ হোসেন সরকার জানান, যে কোনও নাশকতা এড়াতে পুলিশ সব সময় প্রস্তুত থাকে। হরতালকে কেন্দ্র করে যাতে কেউ কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করবে পুলিশ। রাজধানীজুড়ে পুলিশের টহল জোরদার করা হবে।
র‌্যাবও বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাবে বলে জানান র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ।
বাংলা ট্রিবিউন রাজশাহী প্রতিনিধি জানায়, নাশকতার আশঙ্কায় রাজশাহীতে ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। এর মধ্য রাজশাহী নগরীরতে ৪ প্লাটুন ও ৯ উপজেলায় দুই প্লাটুন দেওয়া হয়েছে।

 

/জেইউ/এনএস/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা